সুস্থ ও সক্রিয় অভিনেত্রী সায়ন্তনী মল্লিক হঠাৎ বাড়িতে টিভি দেখার সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিং শেষ করে কিছুদিনের বিশ্রামে ছিলেন তিনি। গত বুধবার বসে টিভি দেখার সময়ই শরীরে অস্বস্তি শুরু হয়।
প্রতিবেদন অনুযায়ী, তৎক্ষণাৎ অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যান তার স্বামী ও টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল। পরীক্ষা শেষে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সায়ন্তনী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিন দিনের হাসপাতালে থাকার পর রবিবার তিনি বাড়িতে ফিরে এসেছেন। তবে আপাতত তাকে ১৫ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

সায়ন্তনী-ইন্দ্রনীল আশঙ্কা প্রকাশ করেছেন, ভাগ্যিস শুটিংয়ের সময় এমন ঘটনা ঘটেনি, নাহলে আরও জটিল পরিস্থিতি তৈরি হতো। হাসপাতাল থেকে শেয়ার করা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সায়ন্তনী লিখেছেন, 'তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব হত না বর। ঈশ্বরকে ধন্যবাদ।'
ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরনে হাসপাতালের পোশাক, চোখে-মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট।