আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ঝড় ও শিলাবৃষ্টিতে পূর্ব বর্ধমানে ক্ষতিগ্রস্ত বরো চাষ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাবু সিদ্ধান্ত, বর্ধমান ২২ এপ্রিল:- কালবৈশাখীর দাপটে সোমবার বিকাল থেকে শুরু হওয়া ঝড় ও বৃষ্টি মঙ্গলবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকে পূর্ব বর্ধমানে ।আর একটানা এই ঝড় বৃষ্টির কারণে মাথায় হাত পড়েগেছে রাজ্যের শস্যগোলার বরো ধান চাষিদের ।ধান পাকার মুখে ঝড়ের দাপটে ধান গাছ জমিতে নুইয়ে পড়ায় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা ।জেলা কৃষি দপ্তরও ক্ষয় ক্ষতির কথা স্বীকার করেছেন ।

ডিভিসির জলাধার থেকে সেচ খালগুলিতে জল দেওয়ায় এবছর শস্যগোলা পূর্ব বর্ধমান জেলার বহু এলাকায় বরো ধানের চাষ হয়েছে। পর্যাপ্ত সেচের জল মেলায় গতবারের তুলবায় এবছর বোরোধান চাষের জমির পরিমাণও বহুগুণ বেড়েছে । বর্তমান সময়ে বেশীর ভাগ জমিতে ফলেগেছে ধান । সপ্তাহ খানেকের মধ্যেই ধান পাকতে শুরু করবে। এই অবস্থার মধ্যেই সোমবার বিকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত একনাগাড়ে চলা ঝড় ও বৃষ্টি দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে চাষিদের । জেলার মেমারি, বড়শুল, শক্তিগড়,গাংপুর সহ বেশ কিছু এলাকার চাষিরা জানিয়েছেন,
ঝড়ের বেগ বেশি থাকায় তাদের ধানগাছ জমিতেই নুইয়ে পড়ে গেছে।

শিলা বৃষ্টির কারণেও ক্ষতি হয়েছে । জলও দাঁড়িয়ে গেছে জমিতে। এর জন্য ধানের উৎপাদনে মার খাবে বলে দাবি করেছেন এইসব এলাকার চাষিরা।অন্যদিকে গলসির চাষি উজ্জ্বল বাগদী ,বকুল সেখ প্রমুখরা জানিয়েছেন , গলসি ১ ও ২ নম্বর ব্লকের খেতুড়া, মসজিদপুর, গলিগ্রাম, পুরসা, ধর্মপুর, জাগুলিপাড়া, শিড়রাই, পুরাতনগ্রাম, পোতনা, করকোনা, নবখন্ড, রামগোপালপুর, লোয়া, সন্তােষপুর, বামুনাড়া সহ আরো বহু মৌজায় বোরো ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে । পাশাপাশি বাদাম, লঙ্কা ও সবজি চাষেরও ক্ষতি হয়েছে বলে গলসির চাষিরা দাবি করেছেন ।

ক্ষয়ক্ষতির বিষয়ে গলসি ১ ব্লক কৃষি আধিকারিক অরিন্দম দানা বলেন ,তার ব্লকে ১৪ হাজার হেক্টর জমিতে ধান ও ৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে । গত দুদিনের ঝড় ও শিলা বৃষ্টিতে ৩৩৫৫ হেক্টর জমির ধান ২৫ হেক্টর জমির সবজির ক্ষতি হয়েছে । অপর দিকে গলসি ২ ব্লক কৃষি আধিকারিক সরোজ ঘোষ জানিয়েছেন তার ব্লকের ৯ হাজার হেক্টর জমিতে বরো ধান ও সাড়ো তিনশো হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে । তেমন কিছু ক্ষতি হয়নি ।

যদিও জেলার সহ কৃষি অধিকর্তা জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন ,‘এবছর পূর্ব বর্ধমান জেলার ১ লক্ষ ৭৫ হাজার হেক্টর জমিতে বরো চাষ হয়েছে । কালবৈশাখী ঝড় ও বৃষ্টি কারণে মেমারি ২ ও গলসি ১ ব্লকে বরো চাষের বেশি ক্ষতি হয়েছে ।এইসব এলাকার ৩৫০০ হেক্টর জমির বরো চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে । সবজি চাষেরও কিছু ক্ষতি হয়েছে এই দুই ব্লকে । বাকি কোথায় কি ক্ষয় ক্ষতি হয়েছে সেবিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে সহ কৃষি অধিকর্তা জানিয়েছেন । ’



See also  বর্ধমানের মাটি মঞ্চে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি