পূর্ব বর্ধমান :- পূর্ব বর্ধমানের রায়না থানা দক্ষিণকুল এলাকা থেকে আজ 6 টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ওই এলাকার বাসিন্দা সেখ আমিনা আজ সকালে বাড়ির পাশে খড়ের গাদায় গেলে সেখানে একটি ক্যারিয়াগে কিছু বস্তু দেখতে পান।
এলাকার লোকজনকে জানালে তারা এসে দেখেন প্লাস্টিকের ক্যারিব্যাগে ছয়টি সুতলী বোমা রয়েছে। খবর দেওয়া হয় রায়না থানায়। বোমাগুলি ওখানে কিভাবে এলো তা খতিয়ে দেখছে রায়না থানার পুলিশ। বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য রয়েছে।