আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মহিলা দ্বারা রক্তদান শিবির খণ্ডঘোষে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( খণ্ডঘোষ ) :- পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত কেন্দুর স্বয়ংবর গোষ্ঠীর পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। কেন্দুর হাই স্কুল মাঠে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই গ্রামে ১১ টি স্বয়ম্ভর গোষ্ঠী তে সব মিলিয়ে 170 জন সদস্য রয়েছেন। এমনিতেই হাসপাতালগুলিতে রক্ত সংকট দেখা দিয়েছে। তার উপরে আবার করোণা আবহ কাটেনি। মুমুর্ষ রোগীদের কাছে যাতে সময় মত রক্ত পৌঁছে যায় সে কথা চিন্তা ভাবনা করেই স্বয়ংবর গোষ্ঠীর পক্ষ থেকে আজকের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

আজকে এই রক্তদান শিবিরের সূচনাকালে করতালির মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন রক্তদান শিবিরে গ্রামের সকল মানুষ অংশগ্রহণ করেছেন। আজকের সংগৃহীত রক্ত তুলে দেয়া হবে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের হতে।এদিন প্রায় 110 জন মহিলা রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। ইতিপূর্বে স্বয়ংবর গোষ্ঠীর পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তাই আজকে রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত প্রতিবেশী জেলা বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন, কাদম্বিনী গোষ্ঠীর দলনেত্রী পারুল রায়।

 

 

 

See also  বেলে পাথরের তৈরি পাল ও সেন যুগেরমহিষাসুরমর্দিনী দেবী দুর্গার মূর্তি উদ্ধার গলসিতে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি