উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: এস আই আর শুরু হতেই রাজ্যজুড়ে যেন মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে। ২০০২ এর ভোটার লিস্টে নাম নেই এই আতঙ্কে বহু ভোটার আত্মহত্যা করেছে। তেমনি এসআইআর ফর্ম সংক্রান্ত বিষয়ে যে সকল বিএলওরা যুক্ত রয়েছে তারাও এই কাজের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কিংবা অসুস্থ হয়ে পড়ছে। এস আই আর নিয়ে গোটা রাজ্যজুড়ে যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
এই আতঙ্কের পরিবেশের মধ্যে আবারও মর্মান্তিক ঘটনা উঠে এলো, জয়নগর থেকে। এস আই আর এর কাজের চাপ না নিতে পেরে হৃদরোগে আক্রান্ত BLO কমল নস্কর। স্থানীয় সূত্রে জানা যায় কমল নস্কর জয়নগরের হরিনারায়নপুর 31 নম্বর বুথের BLO। তিনি পেশায় দুয়ের পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক। তিনি মোট ১১৬০টি SIR ফর্ম ইতিমধ্যেই এলাকার ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। তার মধ্যে তিনি ফরম সংগ্রহ করেছে মাত্র কুড়িটি। শনিবার বিকেলে জয়নগর ১ নম্বর ব্লক এর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ দাস সমস্ত বি এল ও দের নিয়ে একটি বৈঠক করে এবং এই বৈঠকের পর তিনি ২৬ তারিখের মধ্যে সমস্ত বি এল ওদের এসআইআর সংক্রান্ত ফর্ম সংগ্রহ করে জমা দেওয়ার নির্দেশ দেয়। এরপর বাড়িতে আসেন তিনি এই চাপ না নিতে পেরে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন।
তড়িঘড়ি কমল নস্করের পরিবারের সদস্যরা চিকিৎসা করানোর জন্য কমল নস্করকে নিয়ে যায় হাসপাতালে। এই খবর পাওয়ার পর তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান জয়নগর ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ দাস এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। কমল নস্কর কে দেখার জন্য এবং শারীরিক অবস্থা জানার জন্য এদিন রাতে হাসপাতালে পৌঁছান জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস,মথুরাপুরের সাংসদ বাপি হালদার। এ বিষয়ে জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস জানান, এত অল্প সময়ের মধ্যে এই এস আই আর শুরু করেছে নির্বাচন কমিশন তার ফলে কাজের প্রচুর চাপ BLO দের পর এসে পড়েছে। বহু বিএলও চাপ না নিতে পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এর জন্য দায়ী নির্বাচন কমিশন।
আমার বিধানসভার অন্তর্গত ৩১ নম্বর বুথে BLO কমল নস্কর চার তারিখ থেকে ফর্ম বিলি করার কাজ শুরু করার কথা থাকলেও ১১ তারিখে উনার কাছে ফর্ম এসে পৌঁছায়। এরপর এত অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে মানসিক চাপ তৈরি হয়েছে। এরফলে হৃদরোগে আক্রান্ত হয়েছে কমল নস্কর। আমরা দ্রুত সুস্থতা কামনা করছি কমল নস্করের। বিএলও কমল নস্করের শারীরিক অবস্থার দিকে আমরা বিশেষ নজর দিয়ে রেখেছি।এদিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূত হিসাবে হাসপাতালে আসেন সাংসদ বাপি হালদার।তিনি বি এল ওর সুস্থতা কামনা করেন।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।তিনি রবিবার ও ভর্তি আছেন হাসপাতালে।তবে আতঙ্কিত হয়ে পড়েছে অন্যান্য ব্লকের BLO রা।








