সংক্রমণের হার কমছে, পার্ক খুলছে কিন্তু স্কুল খোলার ব্যাপারে চিন্তা ভাবনা নেই রাজ্য সরকারের। শহীদ সন্মান যাত্রায় বর্ধমানে এসে এই অভিযোগ করলেন বুধবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাস সরকার। তিনি জানান, ২০২০ সাল থেকে কেন্দ্রের তরফে ১৩ টি অ্যাডভাইজরি পাঠানো হয়েছে এর কোনটাই রাজ্য সরকার স্কুলগুলিতে পাঠায়নি, তারা রাজনীতি করতেই ব্যস্ত।
ত্রিপুরায় তৃনমুলের উপর আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে হিটলার তন্ত্র চলছে, অথচ ব্রাত্য বসু যখন ত্রিপুরা যাচ্ছেন তখন তাকে পাইলট কার সহ বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হচ্ছে।
শহীদ সন্মান যাত্রায় গতকাল বর্ধমানে আসেন সুভাস সরকার।বুধবার সকালে বর্ধমানের ১০৮ শিব মন্দিরে পূজা দিয়ে তিনি বর্ধমানের চান্না গ্রামে হয়ে গুষকরা যাওয়ার সময় পূর্ব বর্ধমান জেলার হলদি বাসস্ট্যান্ড এলাকায় কালো পতাকা দেখালেন তৃনমূল কর্মীরা।