রাজীব মণ্ডল(কোতুলপুর)- কোতুলপুর ব্লকের কোতুলপুর এ বিধানসভা, আর সেই বিধানসভা কেই পাখির চোখ করে মাঠে নামতে চলেছে বঙ্গ বিজেপি। এক ইঞ্চি জমিও তারা তৃণমূলকে ছাড়তে রাজি না। সেই জন্য বিভিন্ন ব্লকে ব্লকে কর্মী সম্মেলন করছেন তারা।
যাতে বিধানসভায় তৃণমূলকে হারিয়ে তারাই ক্ষমতায় আসতে পারেন। বিধানসভা ভোটের প্রচার ও ভোট কার্য কিভাবে হবে সেসবই ব্লক স্তরের নেতাদের বুঝিতে দিচ্ছেন জেলা নেতৃত্বরা। আজ এমনই এক কর্মী সম্মেলন হয় কোতুলপুরে। কয়েকশো বিজেপি সমর্থক এই কর্মী সন্মেলনে যোগদান করেন।
এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সৌমিত্র পত্নী সুজাতা খা, জেলা সভাপতি হরকালী প্রতিহার, সহ সভাপতি কানাই ঘোষ সহ জেলা নেতৃত্বরা। এই সম্মেলন থেকে সভাপতি হরকালী পতিহার হুঙ্কার ছেড়ে বলেন বাঁকুড়া জেলার ১২ টি বিধানসভায় ২০২১ এ আমরা ক্ষমতায় আসছি কেউ আমাদের আটকাতে পারবে না।