আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিজেপির কর্মী সম্মেলন কোতুলপুরে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
রাজীব মণ্ডল(কোতুলপুর)-  কোতুলপুর ব্লকের কোতুলপুর এ বিধানসভা, আর সেই বিধানসভা কেই পাখির চোখ করে মাঠে নামতে চলেছে বঙ্গ বিজেপি। এক ইঞ্চি জমিও তারা তৃণমূলকে ছাড়তে রাজি না। সেই জন্য বিভিন্ন ব্লকে ব্লকে কর্মী সম্মেলন করছেন তারা।

যাতে বিধানসভায় তৃণমূলকে হারিয়ে তারাই ক্ষমতায় আসতে পারেন। বিধানসভা ভোটের প্রচার ও ভোট কার্য কিভাবে হবে সেসবই ব্লক স্তরের নেতাদের বুঝিতে দিচ্ছেন জেলা নেতৃত্বরা। আজ এমনই এক কর্মী সম্মেলন হয় কোতুলপুরে। কয়েকশো বিজেপি সমর্থক এই কর্মী সন্মেলনে যোগদান করেন।
krishaksetu Bangla
krishaksetu Bangla
এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সৌমিত্র পত্নী সুজাতা খা, জেলা সভাপতি হরকালী প্রতিহার, সহ সভাপতি কানাই ঘোষ সহ জেলা নেতৃত্বরা। এই সম্মেলন থেকে সভাপতি হরকালী পতিহার হুঙ্কার ছেড়ে বলেন বাঁকুড়া জেলার ১২ টি বিধানসভায় ২০২১ এ আমরা ক্ষমতায় আসছি কেউ আমাদের আটকাতে পারবে না।

 

See also  নবান্ন অভিযানে যেতে বাধা সোনামুখী পুলিশের আটক ২৫ জন বিজেপি কর্মী ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি