আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জিরকে শ্রদ্ধা জানাতে কেওড়াতলা মহাশ্মশানে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
রিয়া ঘোষ ( কলকাতা ) :- 
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জিরকে শ্রদ্ধা জানাতে এ দিন সকালবেলা কেওড়াতলা মহাশ্মশানে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন এবং তিনি জানিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জীকে নিয়ে না কোন বিতর্ক আছে, না তার কোন মূর্তিি নিয়ে বিতর্ক আছে। তবে তার অবদান কখনো অস্বীকার করা যায় না ।তিনি দেশের জন্য যা করেছেন অনবদ্য। সেইসঙ্গে তিনি জানিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন ছিল কাশ্মীর থেকে 370 ধারা এবং 35A এ বিলুপ্ত করা হবে তা আজ সফল হয়েছে l
তিনি অখণ্ড বাংলার স্বপ্ন দেখতেন তার পূরণ হয়েছে. কিন্তু তার হিন্দু বেঙ্গলি হোমল্যান্ড আজ বিপন্ন. বাংলাদেশের সাথে যোগ হতে যাচ্ছে. কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সেটাও স্বপ্নূও পূরণ করব বলে জানান দিলীপ ঘোষ। এর পাশাপাশি তিনি জানিয়েছেন একমাত্র বিজেপির আইকন শ্যামাপ্রসাদ মুখার্জী নয় ।যারা দেশের জন্য কন্ট্রিবিউশন বা আত্মবলিদান দিয়েছেন তারা সবাই বিজেপির কাছে আইকন। যারা ফটো নিয়ে রাজনীতি করেন তাদের দলে তিনি নেই বলেই বিরোধী পক্ষকে একহাত নিয়েছেন এদিন দিলীপ ঘোষ।
See also  গৃহবধূ খুনে গ্রেফতার আইনজীবী স্বামী ; বনগাঁয়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি