উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: আবার গণ ধর্ষণের ঘটনা।এবার বর্ধমান জেলার দূর্গাপুরে।গত ১০ই অক্টোবর শুক্রবার দুর্গাপুর আইকিউ মেডিকেল কলেজ ও হসপিটালে ওড়িশা থেকে আসা এক ছাত্রী যিনি ওই কলেজের দ্বিতীয় বর্ষের চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী গণধর্ষণের শিকার হয়।

আর পশ্চিমবঙ্গে একের পর এক নারী নির্যাতন ও গণধর্ষণ এবং ধর্ষণ করে খুন সহ আদিবাসী ও তপশিলি মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে ভারতীয় জনতা মহিলা মোর্চার ডাকে রবিবার সারা রাজ্যের প্রতিটা থানায় বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।তারই অঙ্গ হিসাবে এদিন বিকালে বিজেপির জয়নগর সাংগাঠনিক জেলার উদ্যোগে জয়নগর থানার মোড়ে বিক্ষোভ,অবস্থান ও প্রতিবাদ অভিযান হয়ে গেল।


যাতে উপস্থিত ছিলেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর,সম্পাদক অলোক হালদার সহ একাধিক মন্ডল সভাপতি ও কার্যকতা ও সমর্থক গন।এদিন জয়নগর থানার মোড়ে টায়ার জালিয়ে ও কুশ পুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভে সামিল হন কর্মীরা।এদিন এ ব্যাপারে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন,রাজ্যে নারীরা সুরক্ষিত নয়।
যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও রাজ্যের মহিলারাও সুরক্ষিত নয়।একের পর এক মহিলা ধর্ষণ, গণ ধর্ষণ ও অত্যাচারের শিকার হচ্ছে।এরই প্রতিবাদে আমাদের এদিনের এই কর্মসূচি পালন করা হয়।








