শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ দামোদর এলাকার সেহারা বাজারে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল চা-চক্র। খণ্ডঘোষ পাঁচ নম্বর মণ্ডলের সভাপতি কৌশিক আশের আয়োজনে সেহারা বাজার বাসস্ট্যান্ড চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। চা-চক্রে যোগ দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
অনুষ্ঠানে চা-চক্রে অংশগ্রহণের পাশাপাশি দিলীপ ঘোষের বক্তব্য শোনার জন্য এলাকার সাধারণ মানুষজনের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক শক্তিবৃদ্ধি ও আগামী দিনের আন্দোলন প্রসঙ্গে তিনি বক্তব্য রাখেন বলে জানা গিয়েছে। তাঁর বক্তব্য ঘিরে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
এই চা-চক্রে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পাঁচ নম্বর মণ্ডলের সভাপতি কৌশিক আশ, সাধারণ সম্পাদক অনুপম দাস, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি শম্পা মাথুর, রাজ্য কালচারাল সেলের কো-কনভেনার রাজ দে সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকেরা।








