খণ্ডঘোষ বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচারে বেরোলেন বিজেপি প্রার্থী বিজন মন্ডল। কুমিরকোলা গ্রাম থেকে প্রচার শুরু করে রুপসা গ্রাম ঘুরে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন বিজেপি প্রার্থী বিজয় মন্ডল। তার সঙ্গে উপস্থিত ছিলেন বহু সংখ্যক বিজেপির কর্মী সমর্থক। দীর্ঘক্ষন প্রচারকার্য চালানোর পর নারিচা গ্রামে ধর্মরাজের মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করলেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে যাতে রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে তারই প্রার্থনা করেছেন ধর্মরাজের কাছে।
পুজোর ভোজন পর্বের শেষে শুরু হবে আবারও প্রচার। এলাকার মানুষের ব্যাপক সাড়া মিলছে বলে জানালেন প্রার্থী বিজন মন্ডল। তাঁর মতে, মানুষ ঠিক করে নিয়েছে তারা বিজেপিকে ক্ষমতায় আনবে। তৃণমূলের অত্যাচারকে সরিয়ে সোনার বাংলার স্বপ্ন মানুষ দেখেছে।” সেই কারণেই খণ্ডঘোষ বিধানসভার বহু মানুষ প্রখর রোদকে উপেক্ষা করেও বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। সমর্থন করেছেন বিজেপিকে। এদিন তাঁর কণ্ঠে শোনা গেল সেই প্রবাদ প্রতীম স্লোগান “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস”। একুশের বিধানসভা নির্বাচনের জয় লাভের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি।