আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানকে খুনের হুমকি দেবার অভিযোগ বিজেপি আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাবু সিদ্ধান্ত

ঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানকে খুনের হুমকি দেবার অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের জামালপুর থানার চকদিঘি এলাকায় ।হুমকি দেবার ঘটনায় জড়িত দুই যুবক স্বরুপ বাগ ও সন্দীপ ঘোষ সহ কয়েকজনের বিরুদ্ধে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রধান গৌরসুন্দর মণ্ডল ।প্রধানের অভিযোগ হুমকি দেবার ঘটনায় জড়িতরা সকলে বিজেপি আশ্রিত দুস্কৃতি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।পঞ্চায়েত প্রধান গৌরসুন্দর মণ্ডল লিখিত অভিযোগে পুলিশকে জানিয়েছেন, সোমবার দুপুরে চকদিঘি অঞ্চলের রঙ্কিনীমহুলা গ্রাম নিবাসী স্বরুপ বাগ ও সন্দীপ ঘোষ কয়েকজনকে নিয়ে পঞ্চায়েত অফিসে আসে।

আরো পড়ুন –করোনার করাল থাবার ইতিহাসে এই প্রথম কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দির বন্ধ।

তারা নানা বিষয় নিয়ে অযৌতিক দাবি জানাতে শুরু করে ।গৌর বাবু বলেন , এরপরেই বিজেপি আশ্রিত দুস্কৃতি স্বরুপ ও সন্দীপ সহ তাদের দলবল পঞ্চায়েত অফিসের মধ্যেই তাকে প্রাণে মারার এবং অফিস ভাঙচুরের হুমকি দেয় । প্রধান আরও বলেন, অফিস ছেড়ে বেরিয়ে যাবার সময়েও তারা হুমকি দিয়ে বলেযায় তিনি রঙ্কিনীমহুলা গ্রামে গেলে তারা তাঁকে প্রাণে মরে দেবে। এর আগেও রঙ্কিনীমহুলা গ্রামের ২০-২৫ জনের দুস্কৃতি দল একই রকম ভাবে পঞ্চায়েতে এসে হুমকি দিয়ে গিয়েছিল বলে প্রধান জানিয়েছেন । একই সঙ্গে তিনি বলেন, এদিনের ঘটনার সবিস্তার তিনি বিডিও ও মহকুমা শাসককেও জানিয়েছেন ।বিডিও শুভঙ্কর মজুমদার বলেন ,‘অভিযোগের বিষয়ে পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেবার কথা বলা হয়েজে ।

আরো পড়ুন –ভাতারে বড়বেলুন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি ভারতীয় জনতা পার্টির।

’ জামালপুর থানার পুলিশের এক কর্তা বলেন , পঞ্চায়েত প্রধানের অভিযোগের তদন্ত শুরু হয়েছে । আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের কংগ্রেসের রাজ্যের মুখপত্র দেবু টুডু বলেন,“চকদিঘী পঞ্চায়েত অফিসে ঢুকে বিজেপির কিছু দুস্কৃতি প্রধান কে খুনের হুমকি দেবার পাশাপাশি পঞ্চায়েত অফিস ভাঙচুর করেদেবে বলে এদিন হুমকি দিয়েগেছে । যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বলে রাখছি বিজেপি পার্টিটা বাংলার দল নয় বাঙালির দল নয় । গুজরাটের অসভ্য জ্ঞানগম্য হীন বেনিয়াদের দল । তাই তারা পঞ্চায়েত অফিসে ঢুকে প্রাধনকে খুনের হুমকি দিয়েছে । রবিবার ওই অসভ্য পার্টির নেতা রাজু বন্দ্যোপাধ্যায় জামালপুরে মিটিং করে পুলিশকে ও তৃণমূল নেতাদের উদ্দেশ্যকরে একই রকম ভাবে হুমকি দিয়ে গেছে ।

এদিন সেই নেতার ইন্ধনে পঞ্চায়েত অফিসে চড়াও হয়ে বিজেপির দুস্কৃতিরা প্রধানকে খুনের হুমকি দিয়ে গেছে । দেবু টুডু এদিন স্পষ্ট হুঁশিয়ারি দেন ফের যদি বিজেপির ওই দুস্কৃতিরা পঞ্চায়েতে গিয়ে অশান্তি সৃষ্টি করে তবে তাদের হাত পা আর সোজা থাকবে না । তাদের হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে । ”জামালপুরের বিজেপি যুব মোর্চার সভাপতি অজয় ডকাল যদিও দাবি করেন ঘটনার সঙ্গে বিজেপির কেউ যুক্ত আছে বলে তিনি বিশ্বাস করেন না ।পাল্টা দাবি করে অজয় বাবু বলেন ,তৃণমূল নেতারা সব ব্যাপ্যারে এখন বিজেপি জুজু দেখছে । কোন উন্নয়ন কাজ না হওয়ায় হয়তো রঙ্কিনীমহুলা গ্রামের লোকজনপঞ্চায়েতে ক্ষোভ জানাতে গিয়েছিল । যারা ক্ষোভ জানাতে গেল তাদেরে মোকাবিলা করতে না পেরে তৃণমূলের নেতারা এখন বিজেপিকে দেখে নেবার হুমকি দিচ্ছে । এটা তৃণমূলের রাজনৈতিক দেউলিয়াপনা বলে অজয়বাবু মন্তব্য করেছেন ।এইক সঙ্গে তিনি দাবি করেছেন যা ঘটেছে তার সবটাই তৃণমূলের গোষ্ঠীদন্দ ।

 

See also  নেপালি কবির জন্মবার্ষিকী পালন

আরো পড়ুন –জাতীয় পতাকা লাগানো গাড়ি আটকে,জাতীয় পতাকা সম্মানের সাথে খুলে নিল মঙ্গলকোট থানার পুলিশ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি