আমি করোনা পজেটিভ, শুক্রবার নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জী। এরপর থেকেই উদ্বেগ বাড়ছিলো হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। আজ হুগলির বিভিন্ন জায়গায় সাংসদের আরোগ্য কামনায় যজ্ঞের আয়োজন করলো বিজেপি কর্মী-সমর্থকরা। সেইমত হুগলি লোকসভার পোলবা থানার অন্তর্গত বেনাবারুইয়ে সাংসদ লকেট চ্যাটার্জীর আরোগ্য কামনায় যজ্ঞ করলো এলাকার বিজেপি নেতা কর্মী থেকে শুরু করে বহু মানুষ।
পোলবার স্থানীয় বিজেপি নেতা প্রনব ঘোষের নেতৃত্বে এই যজ্ঞের আয়জন করা হয়। অন্যদিকে চুঁচুড়ার ব্যান্ডেল মোড়ের কালিমন্দিরে বিজেপির ব্যান্ডেল যুব মোর্চার পক্ষ থেকে মন্ডল যুব মোর্চার সভাপতি প্রভাত গুপ্তার নেতৃত্বে হুগলি লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জীর আরোগ্য কামনায় পুজা দেওয়া হয়। যদিও বিজেপি যে বিভিন্ন জায়গায় জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছে সে বিষয়ে প্রশ্ন তোলেন হুগলির তৃণমূল সভাপতি দিলীপ যাদব।
পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন যজ্ঞ করে, হাততালি দিয়ে, থালা বাজিয়ে রোগ সারে কিনা আমার জানা নেই! তবে এ বিষয়ে বিজেপির রাজ্য নেতার সটান উত্তর আমরা ভগবানে বিশ্বাসী তাই পুজো করি তবে তৃণমূল যে কিসে বিশ্বাসী সেটা জানি না।