উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, দ:২৪ পরগনা: এবার স্ত্রীর সামনেই স্বামীকে পিটিয়ে খুনেরঅভিযোগ।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের হাটা গ্রামে।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে অর্জুন দলুই এবং তাঁর স্ত্রী স্থানীয় বাজার থেকে ফিরছিলেন। অভিযোগ,সেই সময় তাঁদের উপরে হামলা করেন প্রতিবেশী জগন্নাথ সর্দারের পরিবার এবং কয়েকজন। তাঁদের অভিযোগ, অর্জুন সোমবার দুপুরে জগন্নাথের বাড়ির দরজা ভেঙে দিয়েছিলেন।
কাজ থেকে ফেরার সময় অর্জুনের স্ত্রী রান্নামণি দলুইয়ের পথ আটকায়জগন্নাথের পরিবারের লোকজন।তাঁকে বলা হয়,তাঁর স্বামী দুপুরবেলা তাঁদের বাড়ির দরজা ভেঙে দিয়েছেন। রান্নামণি জানান, তিনি বাড়ি ফিরে তাঁর স্বামীর সঙ্গে কথা বলে বিষয়টি মেটানোর চেষ্টা করবেন। সেই মতো বাড়ি ফিরে বিষয়টি নিয়ে তাঁর স্ত্রী কথা বলতে গেলে অভিযোগ অস্বীকার করেন অর্জুন।তিনি জগন্নাথের পরিবারের সঙ্গে এই মিথ্যে অভিযোগ করার কারণ নিয়ে কথা বলতে যান। স্বামীর পিছু নেন রান্নামণি।

অভিযোগ, কথার ফাঁকেই রান্নামণির সামনে অর্জুনকে আক্রমণ করেন জগন্নাথ ও তাঁর পরিবারের সদস্যরা। রড ও লাঠি দিয়ে আক্রমণ করা হয় তাঁকে।আর এই মারধরের চোটে রাস্তাতেই লুটিয়ে পড়েন অর্জুন। ঘটনার পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।আর এই ঘটনার পর থেকে জগন্নাথ ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক।
তাঁদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।মঙ্গলবার মৃতদেহ উদ্ধার করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয়রা জানান, জগন্নাথের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই নানান সমস্যা রয়েছে অন্যান্যদের।আর এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।







