উচালন আমতলা এলাকায় এলাকায় বর্ধমান আরামবাগ রোডে আবারো পথ দুর্ঘটনা। লরি এবং বাইকের সংঘর্ষে
বর্ধমান থেকে আরামবাগের দিকে যাচ্ছিল একটি লরি। অন্যদিকে একটি বাইক বর্ধমান থেকে আরামবাগের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই বুলচন্দ্রপুর ফাঁড়ির পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।
গাড়িটিকে আটক করেছে পুলিশ।
আহত ব্যক্তির নাম শেখ কালাম। বাড়ি উচালন এলাকার নন্দনপুরে। বয়স ১৮ থেকে কুড়ির মধ্যে।
বর্ধমান আরামবাগ রোড খুবই ব্যস্ততম একটি রাস্তা। এই রাস্তায় লাগাতার দুর্ঘটনা যেন লেগেই রয়েছে।
দিন কয়েক আগে বুল চন্দ্রপুর পরপর দুর্ঘটনা ঘটেছে,
প্রায় দিনই একটার পর একটা দুর্ঘটনা আর প্রাণহানি যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বর্ধমান আরামবাগ রোডে।
তাই ওই রাস্তায় যাতে স্পিড ব্রেকার লাগানো হয় তার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। ব্যস্ততম আরামবাগ রোডে সিভিক পুলিশদের নিয়োগ করার দাবি জানান এলাকাবাসী।