আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ময়নাগুড়ির কাছে লাইনচ্যুত বিকানের এক্সপ্রেস

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। একাধিক মৃত্যুর আশঙ্কা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকালে জলপাইগুড়ি থেকে গৌহাটি যাওয়ার পথে ময়নাগুড়ির কাছে বিকানের এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। বিকেল নাগাদ ঘটেছে এ ই দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছচ্ছেন আরএম দিলীপ কুমার সি।

 

জানা গিয়েছে, দোহামনিতে গৌহাটি বিকানের এক্সপ্রেস হঠাৎ এমনভাবে ব্রেক কষে যে একটি বগির সঙ্গে অন্য বগির সংঘর্ষ হয়। প্রায় দুটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। দুর্ঘটনায় একটি বগির উপর একটি বগি উঠে যায়। মোট চারটি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর। কিন্তু কী কারণে ব্রেক কষতে হল তা এখনও জানা যায়নি।

 

দুর্ঘটনায় একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন বহু যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা, দমকল বাহিনী। শুরু হয়েছে উদ্ধারের কাজ। যদিও হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

See also  ভয় ছড়াচ্ছে প্রাণঘাতী হার্টল্যান্ড ভাইরাস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি