ট্রাম্প প্রশাসনের একের পর এক সিদ্ধান্তে যখন ভারতীয় পণ্যের উপর শুল্কের বোঝা দ্বিগুণ, ঠিক তখনই চমকে দিল চিন। আশ্চর্যজনকভাবে এবার নয়াদিল্লির পাশে দাঁড়াল বেজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাম না করেই কটাক্ষ করলেন ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত জু ফেইহং।
এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মস্তানকে এক ইঞ্চি জায়গা দিলে মাইলকে মাইল দখল করে নেবে।’ পাশাপাশি তাঁর মন্তব্য, ‘শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য দেশগুলিকে অবদমন করতে চাইলে তা রাষ্ট্রসংঘের বাণিজ্য নীতির পরিপন্থী হবে। এটা দীর্ঘস্থায়ী হতে পারে না।’

উল্লেখ্য, ট্রাম্প প্রথমে জানিয়েছিলেন, “বাণিজ্যের জন্য ভারত ভালো সঙ্গী নয়। তারা আমাদের সঙ্গে যথেষ্ট বাণিজ্য করে। কিন্তু আমরা তাদের সঙ্গে বাণিজ্য করি না। তাই ভারতের উপর আমরা ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলাম। কিন্তু আগামী ২৪ ঘন্টার মধ্যে তা বৃদ্ধি করা হবে।” এর পরদিন, অর্থাৎ বুধবার, হোয়াইট হাউস থেকে ঘোষণা আসে—ভারতের উপর আরও ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানো হচ্ছে। ট্রাম্প বলেন, “রাশিয়া থেকে ভারত এখনও তেল কিনছে।” আর এই কারণে ভারতীয় পণ্যের উপরে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে বলে জানান তিনি। তাঁর এই পদক্ষেপের পর শুরু হয় তুমুল বিতর্ক।
এদিকে, আমেরিকার সঙ্গে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যচুক্তি স্বাক্ষর করার জন্য ভারত বহুদিন ধরেই চেষ্টা চালাচ্ছে। যদিও এখনও তা বাস্তবায়িত হয়নি। বিপরীতে, আমেরিকা ইতিমধ্যেই চিন এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করেছে। যার ফলে চিনা পণ্যের উপর ৩০ শতাংশ এবং পাকিস্তানি পণ্যের উপর ১৯ শতাংশ কর ধার্য করেছে ট্রাম্প প্রশাসন।
এই অবস্থায় ভারতের পাশে থেকে ট্রাম্পকে সরাসরি কটাক্ষ করায় আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বেজিংয়ের এমন অবস্থান কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।