আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দ্বিতীয় ‘বগটুই’ হতে যাওয়ার আগে রুখে দিল কাটোয়া থানার পুলিশ -গ্রেপ্তার ৩ দুস্কৃতি- উদ্ধার প্রচুর অস্ত্রসস্ত্র

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ২৭ মার্চ

বিরোধী পক্ষের হাত থেকে খাসজমির দখল ছিনিয়ে নেওয়ার জন্য বিপুল অস্ত্রসস্ত্র নিয়ে
অপেক্ষা করছিল দুস্কৃতি দল।তাঁদের পরিকল্পনা ছিল শনিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের শ্রীবাটি গ্রামে গিয়ে বিরোধী পক্ষের উপর হামলা চালানো।আর তেমনটা হলে হয়তো দ্বিতীয় ’বগটুই’ এর মত ঘটনা ঘটে যেতে পারতো।কিন্তু তা আর হতে দেয় নি কাটোয়া থানার পুলিশ।রাতেই অভিযান চালিয়ে কাটোয়া থানার পুলিশ অস্ত্রসস্ত্র সহ তিন দুস্কৃতিকে ধরে ফেলে।দুই দুস্কৃতি পালিয়ে যেতে সক্ষম হলেও দুস্কৃতি দলের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিতে পেরে আপাত স্বস্তিতে
কাটোয়া থানার পুলিশ ।

 

পুলিশ জানিয়েছে ,ধৃতদের নাম জামীর আলি মণ্ডল, বজরুল শেখ ওরফে কালো শেখ এবং সইদুল শেখ ওরফে ফুটো।ধৃতদের সকলের বাড়ি শ্রীবাটি গ্রামেই ।পুলিশের দাবী ধৃতদের
মজুত করা ৪ টি রাইফেল, ২৪ রাউন্ড রাইফেলের গুলি, একটি পিস্তল ও ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৬ টি সকেট বোমা উদ্ধার হয়েছে। দুস্কৃতিদের এত বিপুল অস্ত্র ভান্ডার দেখে চোখ কার্যত কপালে উঠে যায় পুলিশ কর্তাদের। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তিন ধৃতকেই রবিবার পেশ করে কাটোয়া মহকুমা আদালতে। আরও আগ্নেআস্ত্র উদ্ধার ও পলাতক দুস্কূতিদের নাগাল পেতে তদন্তকারী অফিসার এদিন
ধৃতদের ১২ দিন নিজেদের হেপাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানান । বিচারক
সেই আবেদন মঞ্জুর করেছেন । হেপাজতে নেওয়া দুস্কৃতিদের জিজ্ঞাসাবাদ চালিয়ে অস্ত্রসস্ত্রের উৎসের সন্ধান চালাচ্ছে।এছাড়াও দুস্কৃতিরা আর কোথাও অস্ত্র মজুত করে রেখেছে কিনা সেই বিষয়েও পুলিশ খোঁজ খবর নিচ্ছে ।উদ্ধার হওয়া শকেট বোমা নিস্কৃয় করার জন্য কাটোয়া থানার পুলিশ বোম ডিসপোজাল স্কোয়াডে খবর দিয়েছে ।

 

 

কাটোয়া থানার এক পুলিশ অফিসার জানান
গ্রেপ্তারের পর ধৃতদের জিজ্ঞাবাদ চালানো হয় ।জিজ্ঞাসাবাদে তারা জানায় ,শ্রীবাটি গ্রামের
একটি খাস জমি নিয়ে বজরুল শেখ এর সঙ্গে ওই গ্রামেরই অন্য আর একটি গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছে।বিবাদের কোন নিস্পত্তি হয় নি । তার কারণে
বজরুল শেখ তাঁর বিরোধী পক্ষের উপরে
প্রাণঘাতী হামলা চালানোর পরিকল্পনা চুড়ান্থ করে ফেলে ।পরিকল্পনা মাফিক হামলার আগে বোমা,বন্দুক সহ অন্য আরো অস্ত্রসস্ত্র আগে থেকেই জোগাড় করে রাখা হয়েছিল । শনিবার রাতে বিরোধী পক্ষের উপর হামলার চালানোর চুড়ান্ত সিদ্ধান্ত বজরুল নিয়ে ফেলেছিল । শনিবার গভীর রাতে তাঁরা গ্রামের
এক জায়গায় অস্ত্রসস্ত্র হামলা চালানোর জন্য
অপেক্ষা করছিল বজরুল শেখ ও তাঁর দলবল
। কাটোয়া থানার পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে গিয়ে অভিযান চালানোয় সব পরিকল্পনা ভেস্তে যায় বলে ধৃত দুস্কৃতিরা জিজ্ঞাসাবাদে পুলিশ কে জানিয়েছে ।

See also  ছেলেটির সঙ্গে সম্পর্ক ছিল,কিন্তু মেয়ে অন্তঃসত্ত্বা ছিল না জানালেন নির্যাতিতার মা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি