আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আত্মহত্যার আগে গুগলে যন্ত্রণাহীন মৃত্যুর সার্চ করেছিলেন সুশান্ত

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ত দেড় মাস ধরে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চালিয়ে এক চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করতে সক্ষম হয়েছে মুম্বাই পুলিশ। সুশান্ত নাকি বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন। চিকিৎসা চলছিল ওষুধও খাচ্ছিলেন তিনি। সুশান্ত যে বাইপোলার ডিজঅর্ডার এ ভুগছেন তা সুশান্তের চিকিৎসক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন।

কিন্তু সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা সে কথা মানতে নারাজ।অন্যদিকে সুশান্ত চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে যা জানা গিয়েছে তার থেকে এটা স্পষ্ট যে তিনি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন। এদিন সাংবাদিক সম্মেলনে মুম্বাই পুলিশ কমিশনার পরমবীর সিংহ বলেন, “এখনও পর্যন্ত ৫৬ জনের বয়ান রেকর্ড করেছি আমরা। কাজের জায়গায় রেষারেষি, টাকা পয়সার লেনদেন এবং স্বাস্থ্য, সব দিকই খতিয়ে দেখছি।

সৌজন্য ইন্টারনেট sushant singh rajput

এখনও পর্যন্ত তদন্তে যা উঠে এসেছে, তাতে জানা গিয়েছে, বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন সুশান্ত সিংহ রাজপুত। তার জন্য চিকিৎসা চলছিল তাঁর। ওষুধও খাচ্ছিলেন। তবে কোন পরিস্থিতিতে আত্মহত্যার পথ বেছে নিতে হল তাঁকে, তা তদন্ত করে দেখছি আমরা।”সুশান্তের গুগল সার্চ ও ইন্টারনেটের হিস্ট্রির তথ্য যাচাই করে জানা গিয়েছে, মৃত্যুর দু’দিন আগে থেকেই ইন্টারনেটে সুশান্ত সার্চ করছিলেন তাঁকে নিয়ে লেখা নানা খবর। তাঁর এক্স ম্যানেজার দিশাকে নিয়েও নানা তথ্য সার্চ করে দেখেছিলেন তিনি।

তার মৃত্যুর কয়েক দিন আগেই দৃশ্য আত্মহত্যা করেছিল। তার মৃত্যুর সঙ্গে ও সুশান্তের নাম জড়িয়ে যাওয়া নিয়ে কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন তিনি।তবে সম্প্রতি পুলিশ জানতে পেরেছে শুধু নিজের এবং প্রাক্তন ম্যানেজার দিশার সম্বন্ধেই নয়, সুশান্ত গুগল সার্চ করেছিলেন কী ভাবে যন্ত্রণাহীন মৃত্যু ঘটতে পারে। তাহলে কি সত্যিই আত্মহত্যার পথ খুঁজছিলেন সুশান্ত। স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার নিয়েও গুগলে সার্চ করেন তিনি।আরো পড়ুন  পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

 

See also  শীতের মরসুমে কম খরচে গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখেন চাষীরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি