উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সারা রাজ্যে জুড়ে এস আই চালু হচ্ছে,সামনে বিধানসভার নির্বাচন। আর তার ঠিক আগে বহু বিডিও কে বদলি করা হলো।তবে এটা নিয়মমাফিক রুটিন বদলি বলে প্রশাসন সূত্রে জানা গেল। জয়নগর, বারুইপুর,নামখানা, কাকদ্বীপ,ডায়মন্ডহারবার, মগরাহাট,মথুরাপুর সহ একাধিক ব্লকের বিডিও দের বদলি করা হলো।
আর এই বদলির পরেই তড়িঘড়ি নিজেদের নতুন কর্মস্থলে যোগ দিলেন বিডিওরা।শুক্রবার জয়নগর এক নম্বর বিডিও পূর্ণেন্দু স্যানাল মুর্শিদাবাদের ডোমকল ডি এম ডি সি হয়ে কাজে যোগ দিতে গেলেন।আর ঝাড়গামের ডি এম ডি সি শুভদীপ দাস জয়নগর এক নম্বর বিডিও হিসাবে কাজে যোগ দিলেন।


আর তার হাতে এদিন দায়িত্ব তুলে দিয়ে গেলেন বদলি হওয়া বিডিও পূর্ণেন্দু স্যানাল।অপরদিকে জয়নগর দুই নম্বর বিডিও মনোজিত বসু বদলি হয়ে বীরভূমের মহম্মদ বাজারের বিডিও হিসাবে কাজে যোগ দিতে গেলেন।তার জায়গা এলেন দুবরাজপুরের বিডিও রাজা আদক।এদিন বিডিওর কর্মীরা বিডিও কে বিদায় সংবর্ধনা দিলেন।দীর্ঘ আড়াই বছর মনোজিত বসু জয়নগর দুই নম্বর বিডিও হিসাবে কাজ করেছেন।
চলে যাওয়ার আগে আবেগ ঘণ মূহুর্তে ভেসে গেল বিডিও অফিস চত্বর।তিনি তুলে ধরলেন তার আড়াই বছরের কর্মজীবনের খুঁটি নাটি।








