প্রদীপ কুমার মণ্ডল ও কৃষ্ণ সাহা ( বর্ধমান ) :- আজ বৃহস্পতিবার ১৮ নভেম্বর বীর বিপ্লবী বটুকেশ্বর দত্তের ১১২ তম জন্মদিন। খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রামে বিপ্লবী বটুকেশ্বর দত্তে’র জন্মভিটেয় আজ বীর বাঙালি বিপ্লবী বটুকেশ্বর দত্ত এর জন্ম দিবস উদযাপিত হল। প্রত্যেক বছরের মতো এ বছরও তিনদিনের উৎসব করা হলোনা বাঙালি বিপ্লবির জন্মদিনে। কারণ করোনা পরিস্থিতি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার মাত্র একদিনই তাঁর জন্মদিবস পালন করা হবে।
খণ্ডঘোষের এই ওঁয়াড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী বটুকেশ্বর দত্ত। শহিদ ভগৎ সিং-এর সঙ্গে তিনি স্বাধীনতা আন্দোলন করেছেন। এমনকী, ভগৎ সিংকে নিয়ে তিনি খণ্ডঘোষের এই ওঁয়াড়ি গ্রামে আত্মগোপনও করেছিলেন বলে জানা যায়। জাতীয় সংগীত পরিবেশন এবং মাল্যদান এর মধ্যে দিয়ে আজ বিপ্লবের জন্ম দিবস উদযাপিত হল। বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষন কমিটির সম্পাদক মধুসূদন চন্দ্র জানান, খণ্ডঘোষ এলাকার বিভিন্ন ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান গুলিকে একত্রিত করে ঐতিহাসিক স্থানের রূপ দেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
আজ বীর বিপ্লবী বটুকেশ্বর দত্ত এর জন্ম দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিন মহকুমা শাসক শ্রী কৃষ্ণেন্দু কুমার মন্ডল, খণ্ডঘোষ ব্লকের বিডিও সত্যজিৎ কুমার, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ,ওসি পুষ্পেন্দু জানা, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু সাঁতরা সহ পঞ্চায়েত সমিতির সকল কর্মাদক্ষরা।