বরানগর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ক্রমশ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বিশেষতঃ পুরসভার ৩ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ অত্যন্ত বেশি। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিলি করা হচ্ছে। ওয়ার্ডে মশা মারার তেল স্প্রে করা হচ্ছে।
পুরসভা সূত্রে খবর, ডেঙ্গু প্রতিরোধে বরানগর পুরসভার ৩৪ টি ওয়ার্ডে টিম গঠন করে তাদের সাথে ভেক্টর কন্ট্রোল টিমকে সংযুক্ত করা হয়েছে। জমা জলের আধার পাত্র দেখলেই সেখানে ডেঙ্গুর লার্ভা আছে কিনা, তা খতিয়ে দেখছে ওই টিমের সদস্যরা।