কৃষ্ণ সাহা:- রায়না :- সেহারা বাজার পুলিশ ফাঁড়ির নতুন বড়বাবু হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কৃপা সিন্ধু ঘোষ। নতুন এলাকায় দায়িত্ব গ্রহণের পরই তিনি তার ফাঁড়ি এলাকা চত্বর সর্বক্ষণ মানুষের পাশে যাচ্ছেন। পাশাপাশি এই এলাকায় যে সমস্ত সোনার দোকান, সিএফসি কাউন্টার, এটিএম এবং বড় অঙ্কের টাকার লেনদেন হয় এমন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে যাচ্ছেন তিনি।
প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে দোকানের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে নিরাপত্তার দিকটা বজায় রাখার বিষয়ে বুঝিয়ে বলেন।কখনো কোন সন্দেহজনক ঘটনা ঘটলে কিংবা সন্দেহভাজন কোন ব্যক্তি নজরে পড়লে তাহলে যেন সঙ্গে সঙ্গে থানার বড়বাবুর সঙ্গে যোগাযোগ করা হয় এমনটাই নিদান দিলেন সেহারা বাজার পুলিশ ফাঁড়ির নতুন ওসি কৃপা সিন্ধু ঘোষ। এই প্রথম কোন বড়বাবু সেহারা বাজার ফাঁড়িতে দায়িত্ব নেয়ার পরে সরাসরি এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে গেলেন এবং কথা বললেন তাদের নিরাপত্তা নিয়ে। নতুন বড়বাবুর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল মানুষজন।
প্রসঙ্গত উল্লেখ্য, নতুন বছরের শুরুতে জেলা পুলিশের রদ বদল। একাধিক ওসি, আউটপোস্টের ইনচার্জ, সাব ইন্সপেক্টর, এএসআই পদে রদবদল ঘটানো হয়েছে। জেলা পুলিশ সূত্রে খবর, এটি রুটিনবদলি। এদিকে সেহারা বাজার পুলিশ ফাঁড়ির নতুন বড়বাবু হিসেবে দায়িত্ব গ্রহণ করা কৃপা সিন্ধু ঘোষের প্রথম উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এলাকার বাসিন্দারা।