আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুরভোটের আসন পেয়েই সুর বদল বনগাঁর MP শান্তনু ঘনিষ্ঠ BJP নেতার

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :- বিজেপি মাস্টারস্ট্রোক ! বনগাঁয় ‘বিদ্রোহী’ গোষ্ঠীকে কাছে আনার ছক BJP-র, দলে ছন্দ ফেরাতে পুরভোটে শান্তনু ঘনিষ্ঠ ! তাই বনগাঁ পুরভোটের কুপন পেলেন শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেবদাস মণ্ডল ! বিদ্রোহীদের পিকনিকে বরাবর দেখা গিয়েছে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাসকে !আসন পেয়েই দেবদাস জানিয়ে দিলেন যে দলে কোনও বিদ্রোহ নেই ! তিনি আরও দাবি করেন যে এই বিদ্রোহের কাহিনী সংবাদমাধ্যমেরই তৈরি করা !

সোমবার বনগাঁ পুরসভায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করেন বনগাঁ পুরসভা নির্বাচনের কোঅর্ডিনেটর তথা বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্ত্তনীয়া ! উল্লেখ্য, অশোক কীর্ত্তনীয়া নিজেও বেশ কয়েকদিন দিন ধরে ‘বিদ্রোহ’ করে বসেছিলেন ! প্রায় দুই সপ্তাহ আগে যখন বনগাঁ পুরভোট নিয়ে বিজেপির বৈঠক ডাকা হয়েছিল, সেই বৈঠকে যাননি অশোক ! কীর্ত্তনীয়াই এদিন পুরসভা নির্বাচনের জন্য বনগাঁ পুরসভার ২২ টি ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করেন !

টিকিট পেয়ে দেবদাস বলেন, ‘বনগাঁর মানুষ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার ! তাঁরা ভীত সন্ত্রস্ত, ২২ টি ওয়ার্ডের মানুষ এই পুরসভা বিজেপির হাতে তুলে দেবে ! আমি ভারতীয় জনতা পার্টির অনুগামী, আমি মোদীজির অনুগামী, আমি সংগঠনের অনুগামী ! শান্তনু ঠাকুরের সঙ্গেও আমার ভালো সম্পর্ক, তিনি আমাদের বনগাঁর সাংসদ, তিনি একজন মন্ত্রী’ !
প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরে বিজেপির অন্দরে বিদ্রোহের সুর শোনা যাচ্ছিলো !

সেই সুর বেঁধে গান তৈরির কাজে নেমেছিলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ! মতুয়া সম্প্রদায়ের এই নেতার অভিযোগ ছিল, বিজেপির রাজ্য কমিটিতে মতুয়াদের প্রতিনিধিত্ব নেই সেই অর্থে, এরপরই তিনি রীতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারদের মতো হেভিওয়েট ‘বিদ্রোহী’ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন ! বহু পিকনিকেরও আয়োজন করা হয়েছিল এই সময়, এই পিকিনিকগুলিতে ধারাবাহিক ভাবে দেখা গিয়েছে শান্তনু ঘনিষ্ঠ দেবদাসকে !

প্রায় এক সপ্তাহ আগে যখন কল্যাণীতে বিদ্রোহীদের জন্য চড়ুইভাতির আয়োজন করা হয়েছিল, সেখানেও ছিলেন দেবদাস ! প্রার্থী তালিকায় নাম থাকার পরই দলের অনুগত সৈনিক হিসেবে তুলে ধরলেন শান্তনু ঘনিষ্ঠ এই নেতা ! ঝড় কিছুটা আয়ত্তে !!

See also  পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি