প্রদীপ চট্টোপাধ্যায়
হিন্দু দেব দেবী নিয়ে বিজেপি নেতারা মাঝে মধ্যেই নানা অদ্ভুত ব্যাখ্যা দিয়ে থাকেন। বছর দুই আগে বর্ধমানের দলীর সভা থেকে তৎকালীন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন গুরুর দুধে ’সোনা’ আছে।
তা নিয়ে নেট দুনিয়ায় ব্যঙ্গ বিদ্রুপ, হইচই কম হয় নি ।আর এবার তাঁরই দলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা দাবি করলেন ,’প্রচুর পরিশ্রম করতেন বলে ’বলরামদেব’ সন্ধ্যা বেলায় ’সুরা পান’ করতেন”। বিজেপির জেলা সভাপতির এমন বেফাঁস মন্তব্য ভাইরাল হতেই একই ভাবে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।যা নিয়ে কটাক্ষও করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ।
বিজেপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে ,গত বৃহস্পতিবার জেলার জামালপুর থানার গুড়েঘর এলাকায় বিজেপির একটি সভা অনুষ্ঠিত হয় ।সেই সভায় জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা সহ অন্য জেলা নেতারাও উপস্থিত থাকেন ।সেই সভায়
অভিজিৎ তা যে বক্তব্য রাখেন তার ভিডিও
বক্তব্য বিজেপির পক্ষথেকে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়।ওই সভায় ’বলরামদেব’ কে নিয়ে অভিজিত তা বেফাঁস মন্তব্যের কথা জানাজানি হতেই ওই দিন রাত থেকে ওই ভিডিও বক্তব্য ভাইরাল হতে শুরু করে ।
ভাইরাল ভিডিওর ক্লিপসে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা কে বলতে শোনা যায় “,’বলরামদেব’ প্রাচীনকালে সেচের বন্দোবস্ত করেছিলেন। তাই তিনি প্রচুর পরিশ্রম করতেন। সেই কারণে তিনি সন্ধ্যাবেলা ’সুরা’ পান করতেন“।দিলীপ ঘোষের বক্তব্যের মতেই এবার বিজেপির জেলা সভাপতির এই বক্তব্যও তুমুল হইচই ফেলে দিয়েছে । বলরামদেবকে নিয়ে হঠাৎ করে এমনসব
মন্তব্য কেন ?এর উত্তরে অভিজিৎ তা রবিবার
বলেন,’আমি বলেছি প্রাচীনকালে বলরামদেব সেচের ব্যবস্থা করেছিলেন। তিনি খুব খাটাখাটুনি করতেন। সেই কারণে সন্ধ্যাবেলা বলরামদেব ’সুরা’ পান করতেন। সুরা পান করলেও নিজেকে ঠাণ্ডা রেখে ঘুমিয়ে যেতেন। আবার সকাল থেকে কাজ করতেন। বলরামদেব শুধু কাজ নিয়েই থাকতেন’।এই বক্তব্য নিয়ে এত হইচই হওয়ার কি আছে তা বুঝতে পারছি না বলে অভিজিৎ তা মন্তব্য করেন ।
যদিও জেলার প্রবীণ বিজেপি নেতা নরেশ কোনার বলেন, “এমনটা বলা ঠিক হয়নি। উনি এই তথ্য কোথা থেকে পেলেন তাও জানিনা। দেবতাদের নিয়ে এমনসব মন্তব্য করা কোন ভাবেই কাম্য নয়“ ।অভিজিৎ তার বক্তব্যকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের রাজ্যে মুখপাত্র দেবু টুডু বলেন,বিজেপি নেতারা হয়তো দেবতাদের কাছাকাছি থাকে ।
দেবতাদের সঙ্গে বোধহয় ঘরও করে ।আশলে বিজেপি নেতারা বিকৃতমনস্ক।তাই এইসব মন্তব্য করেছে“। জামালপুরের এক সিপিএম
নেতা বলেন ,রাজস্ব বাড়ানোর জন্য এই রাজ্যের তৃণমূল সরকার মদ ব্যবসার অঢেল লাইসেন্স দিয়েছে , এখনও দিচ্ছে। এখন ফোন করলেই দুয়ারে মদ মিলছে।
তাই সেটিং মোতাবেক বিজেপি নেতা অভিজিৎ তা তৃণমূলের হয়ে ’বলরামদেব কে ’শ্রীখণ্ডি করে আশলে চাষিদের সন্ধ্যায় মদ খাওয়ার বার্তাই দিলেন কিনা সেটাই রহস্যের