আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জুবিন গর্গের মৃত্যুতে কড়া ব্যবস্থা, নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল আয়োজক সংস্থা ‘কালো তালিকাভুক্ত’ করল অসম সরকার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রয়াত গায়ক জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় উঠল সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তারা। অভিযোগ, আয়োজকদের অবহেলার কারণেই প্রাণ হারিয়েছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই মরিগাঁও থানায় দায়ের হয়েছে এফআইআর। এর পরেই কঠোর পদক্ষেপ নিল অসম সরকার।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেন, “শ্যামকানু মোহন্ত এবং তাঁর সঙ্গে যুক্ত যে কোনও সংস্থাকে অসমে কোনওরকম অনুষ্ঠান বা উৎসব আয়োজনে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, মোহন্তের আর কোনও অনুষ্ঠানের জন্যে অসম সরকারের পৃষ্ঠপোষকতা করবে না। আেরর্থিক অনুদান, বিজ্ঞাপন কিংবা স্পনসরশিপ কিছুই দেওয়া হবে না। ভারত সরকারের কাছেও আর্জি জানাচ্ছি, এই সংস্থাকে যেন ভবিষ্যতে কোনওরকম স্পনসরশিপ না দেওয়া হয় কিংবা আর্থিকভাবে সাহায্য না করা হয়।”

শ্যামকানু মোহন্ত, যিনি ট্রেন্ড এমএমএস প্রাইভেট লিমিটেডের প্রধান, তাঁর সংস্থা সিঙ্গাপুর ছাড়াও থাইল্যান্ড, ভিয়েতনাম ও দিল্লিতে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজন করে থাকে। তবে এবার জুবিনের মৃত্যুর পর সেই সংস্থাকে সরাসরি দায়ী করেছে অসম সরকার। জানা গিয়েছে, আইনজীবী রাতুল বোরা মোহন্তর বিরুদ্ধে মরিগাঁও থানায় এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ, যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়াই ইচ্ছে করে জুবিনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেই অব্যবস্থার ফলেই গায়কের মৃত্যু হয়েছে।

শুক্রবার খবর আসে, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়েই মৃত্যু হয়েছে জুবিন গর্গের। তিনি সেখানে অংশ নিতেন নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে, ২০ সেপ্টেম্বর অনুষ্ঠানে মঞ্চে ওঠার কথা ছিল তাঁর। তবে তার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। জলের নিচে শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। ৫২ বছর বয়সেই চিরবিদায় নিলেন অসমের জনপ্রিয় এই শিল্পী।

See also  অসময়ের বৃষ্টিতে শস্যগোলায় আলু ও ধান চাষে প্রভূত ক্ষতি , দু’দিনে তিন চাষির অপমৃত্যু

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি