আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রার্থী তালিকা নাম ঘোষনা হতেই তৃনমূলের বিক্ষোভ বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিক্ষোভ শুরু বর্ধমানে। বর্ধমান শহরের ১৯ নং ওয়ার্ডে বিক্ষোভ দেখালেন শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এলাকার প্রাক্তন কাউন্সিলার শাহাবুদ্দিন খান এলাকায়  কোন উন্নয়ন করেনি এবং বিভিন্ন দুর্নিতির সাথে যুক্ত বলে অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের। শাহাবুদ্দিন খানের নাম ঘোষণা হওয়া মাত্রই ক্ষোভে ফেটে পরে তৃণমূল কর্মীরা। 

শাহাবুদ্দিন খানের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে তারা। ইমরান কায়েম অথবা শেখ সমীরকে প্রার্থী করার দাবি জানান তৃণমূল কর্মীরা। প্রায় দুশো তৃণমূল কর্মী সমর্থক ১৯নং ওয়ার্ডে শাহাবুদ্দিন খানের বিরোধিতায় মিছিলে সামিল হয়েছেন। ঘটনাস্থলে রয়েছে বর্ধমান থানার পুলিশ।পাশাপাশি বর্ধমান পৌরসভার ২নম্বর ওয়ার্ডে তৃনমূল কর্মীসমর্থকেরা টায়ার জালিয়ে বিক্ষোভ দেখান প্রার্থী বদল নিয়ে।

পাশাপাশি শহরের ৩০নম্বর ওয়ার্ডে প্রার্থী বদল নিয়ে বিক্ষোভ টায়ার জ্বালিয়ে এবং শহরের ২৮নম্বর ওয়ার্ডেও বিক্ষোভ দেখান তৃনমূল কংগ্রেসের কর্মীসমর্থকেরা।এই বিক্ষোভ দেখানো ফলে এদিন শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী পাল্টানো হয়েছে ।এদিন বর্ধমান পৌরসভার ৩০নম্বর ওয়ার্ডে তৃনমূলের প্রার্থী বদল মল্লিকা পাজার পরিবর্তে প্রার্থী হলেন রত্না রায়,শহরের ১৫নম্বর ওয়ার্ডে ডঃ শঙ্খ শুভ্র ঘোষের পরিবর্তে প্রার্থী হলেন নিমাই মজুমদার,বর্ধমান শহরের ৫নম্বর ওয়ার্ড নতুন প্রার্থী হলেন প্রাক্তন কাউন্সিলর শেফালি বেগম ,ঘোষনা হয়েছিলো মহঃ সেলিমের নাম।এবং মেমারি পৌরসভার নতুন প্রার্থী রেখা হেমরম।

See also  পতঙ্গ বাহিত রোগ দূরীকরণ নিয়ে রায়না দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতিতে আলোচনা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি