আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চাকরি দিতে আলাদা কোটা ছিল অর্পিতার ; ইডি জেরায় চাঞ্চল্যকর তথ্য

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 

রথীন রায় :- মুখোমুখি জেরায় বিস্ফোরক অর্পিতা ! ইডি সূত্রে খবর, জেরায় অর্পিতা বলেছে নিজের চাকরি প্রার্থীদের জন্য সরাসরি পার্থর কাছে আবেদন করত ! বান্ধবীর দেওয়া চাকরী প্রার্থীদের নাম ফেরাতে পারতেন না পার্থ চট্টোপাধ্যায় ! শিক্ষা দফতরের এধরনের কর্মরতদের সংখ্যা অনেক বলেই জানা গেছে ! এমনকি দফতরের আধিকারিকদের ওপর চাপ দেওয়া হতো বলে জানা গেছে ! অর্পিতা ও পার্থ (অপা) কে সিজিও কমপ্লেক্সের ছয় নম্বর অফিসে নিয়ে যাওয়া হয়েছে !

 

মুখোমুখি বসিয়ে চার জনের ইডি আধিকারিক জিজ্ঞাসাবাদ করছেন ! যে প্রশ্নগুলি ইডির আধিকারিকরা করতে চাইছেন, যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে, সেটা কার টাকা ? অর্পিতা মুখ্যোপাধ্যায়ের নামে কত সম্পত্তি রয়েছে ? দু’জনের নামে আরও কটা অ্যাকাউন্ট আছে ? তদন্তে নেমে অপা ইউটিলিটি সার্ভিসেসের কথা জানতে পেরেছে ইডি ! প্রায় ১০ বছর ধরে চলছিল অপা ইউটিলিটি সার্ভিসেস ! তারা কী কাজ করত ? সবটা জানতে চায় ইডির আধিকারিকরা ! ইডি সূত্রে খবর, দু’জনের উত্তরে অসঙ্গতি রয়েছে !

 

গোটা জেরা প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হচ্ছে ! শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির কারণে ইডি হেফাজতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ! তদন্তে নেমে একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি ! সূত্রের খবর দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত অর্পিতা মুখ্যোপাধ্যায় ! বান্ধবীর জন্য আলাদা করে কোটা রেখেছিলেন পার্থ ! বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উদ্ধার হওয়া তিনটি ডায়েরিকে ! ডায়রিতে লেখা ডিপার্টমেন্ট অব স্কুল এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশন, গভর্মেন্ট অব ওয়েস্ট বেঙ্গল’ ! এর ভিতরেই আছে হরেক তথ্য !!

See also  কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি