আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

থাইল্যান্ডের বুকে বর্ধমানের নাম উজ্জ্বল করলেন আরমান ও দিশান

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

থাইল্যান্ডে গিয়ে গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন আরমান ও দিশান। আন্তর্জাতিক স্তরে প্রথম স্থান অধিকার করেছে দুজনে। বাবা বর্ধমানের সুনামধন্য ডাক্তার আসরফ আলি মণ্ডলের দুই পুত্র দিশান মন্ডল ও আরমান মন্ডল। বাবা খুব বেশি সময় দিতে না পারলেও মা গান এবং পড়াশোনা ২ ক্ষেত্রে যথেষ্ট সময় দেয় বলে জানায় তারা।

 

তাদের গুরু সবসময় তাদের পাশে ছিলেন। বর্তমানে দিশান মন্ডল সেন্ট জেভিয়ার্স স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আর আরমান পড়ে চতুর্থ শ্রেণীতে। ছোট থেকেই গানের প্রতি ভালোবাসা জন্মায় দুই ভাইয়ের। রবীন্দ্র সংগীত ভজন এবং খেয়াল এই তিন প্রকার গানে দখল রয়েছে দুজনেরই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় খুব ভয় লাগেনি দুজনেরই। তারা ঠিক করে নিয়েছিলো যে, যে কোন স্থান অধিকার করে বিদেশে গিয়ে দেশের নাম উজ্জ্বল করবে।

 

তাই দীর্ঘদিন ধরে জোর কদমে প্রস্তুতি চলেছিল দুই ভাইয়ের। তারই ফল হিসেবে ভজনে প্রথম স্থান অধিকার করার পাশাপাশি রবীন্দ্র সংগীত এবং খেয়ালে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে দিশান। অন্যদিকে তারই ভাই আরমান খেয়ালে প্রথম স্থান অধিকার করার পাশাপাশি ভজন ও রবীন্দ্রসঙ্গীতে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে। এরপর দুবাইয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও অনলাইনে প্ৰতিযোগিতায় অংশগ্ৰ্হন করবে দুজনে।

 

 

তারপর সিঙ্গাপুর, মালেশিয়া যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে আরমান ও দিশান। জোর করে চাপিয়ে দেওয়া নয় বরং নিজেদের ভালোলাগাগুলো নিজেরাই চিনতে শিখুক দুই সন্তান এমনটাই চাইছেন তাদের মা রোজিনা কাজী।

See also  আন্তর্জাতিক সম্মানে ভূষিত হতে চলেছেন বর্ধমানের পুলিশ সুপার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি