আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আবারও খন্ডঘোষ রোডে মর্মান্তিক দুর্ঘটনা, সাইকেল আরোহী সুফল বাগের মৃত্যু

krishna Saha

Published :

ভাতার থানা
WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বাঁকুড়া- বর্ধমান রোডে আবারও রক্তাক্ত হলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনায়।

সোমবার সকালে খন্ডঘোষ থানার খেজুরহাটি এলাকা থেকে সাইকেল নিয়ে কাজে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন খেজুরহাটি বান্দির পার এলাকার বাসিন্দা সুফল বাগ (৫০)। এদিন সকালে তিনি সাইকেল নিয়ে খেজুরহাটি বাজার থেকে খন্ডঘোষের দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎই একটি বেপরোয়া গাড়ি তাঁকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা দোষী চালকের শাস্তির দাবি জানান। তাঁদের অভিযোগ, বাঁকুড়া রোডে প্রতিদিনই বেপরোয়া গাড়ির দৌরাত্ম বেড়েছে।কিন্তু বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কয়েকদিন আগেই ভোরবেলায় একই রাস্তায় এক ছাত্রীর করুণ মৃত্যু হয়েছিল। টিউশনি পড়তে যাওয়ার পথে তাঁকে একটি ডাম্পার পিষে দেয়। বারবার এমন মর্মান্তিক ঘটনা ঘটতে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

স্থানীয়দের বলছেন রাস্তার ওপর যথাযথ নজরদারির বাড়াতে হবে এবং প্রশাসন কে আরো সক্রিয় হতে হবে । তাঁরা দাবি তুলেছেন, দ্রুত স্পিড ব্রেকার বসানো, ট্রাফিক পুলিশ মোতায়েন করা এবং বেপরোয়া গাড়ি চালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

পথ দুর্ঘটনা এখন এই রোডের নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। মানুষের প্রাণহানি রোধে প্রশাসনের সক্রিয় ভূমিকা এখন সময়ের দাবি। স্থানীয়রা জানিয়েছেন, যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয় তবে তাঁরা আরও বড় আন্দোলনে নামবেন।

See also  খণ্ডঘোষে দ্রুতগতির ট্রাক ঢুকল দোকানে! ক্ষতিগ্রস্ত বসতবাড়ি — জখম চার!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি