আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আবার কলকাতা‌য় ভয়বহ অগ্নিকাণ্ড, ভোররাতে পুড়ে‌ ছাই নারকেলডাঙা ছাগলপট্টির বস্তি।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সপ্তসী সিংহ (কলকাতা)-সোমবার ভোররাতে ভয়বহ অগ্নিকাণ্ড ঘটল শহর কলকাতায়।  বিধ্বংসী আগুনের গ্রাসে পুড়ে ছাই নারকেলডাঙা থানা এলাকার ছাগলপট্টি বস্তির ৫০টিরও বেশি ঘর। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার ভোর ৫ টা নাগাদ আগুন লাগে ক্যানেল ইস্ট রোড সংলগ্ন এই বস্তিতে। আগুনে ঝলসে গিয়ে ফেটে যায় একটি ট্রান্সফর্মার।
দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে প্রথমে মানিকতলা দমকল কেন্দ্র, পরে ক্যানেল ওয়েস্ট দমকল কেন্দ্র থেকে মোট ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আড়াই ঘণ্টার চেষ্টায় অনেকটাই আয়ত্তে আনা গিয়েছে আগুন।
আগুন নেভাতে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। দমকল আধিকারিকরা জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে যায়। সকালেই ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি দমকল কর্মীদের দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাও বলেন মন্ত্রী।
See also  গামছা পরে কৃষক বেশে মাঠে হাল দিলেন মন্ত্রী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি