আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আরও এক করোনা আক্রান্তের মৃত্যু হল পূর্ব বর্ধমানে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :-
ফের এক করোনা আক্রান্তের মৃত্যু হল পূর্ব বর্ধমানে । বহস্পতিবার এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে খণ্ডঘোষের তাঁতি পাড়ায় ।কয়েকদিন
ধরে অসুস্থ থাকা ওই গ্রামের বছর ৪৫ বয়সী সুশীল দাস কে এদিন সকালের মৃত ঘোষনা করেন খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক । বিকালে তার করোনা পজিটিভ ধরা পড়ার রিপোর্ট প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর ।
গ্রামের শ্মশানে মৃতব্যক্তির দেহ শতকার করতে না দিয়ে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের লোকজন মৃতদেহটি উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠিয়ে দেয় ।শিল করে দেওয়া হয়েছে মৃত ব্যক্তির বসতি এলাকা ।প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে কারা কারা সুশীল দাসের সংস্পর্শে এসেছে তাও খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তরের লোকজন ।
প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন , সুশীল দাস পেশায় ছিলেন ডেকরেটার সংস্থার ইলেকট্রিশিয়ান ।কাজের জন্য হামেশাই তিনি শহর বর্ধমান ও অন্য জায়গায় যেতেন । মৃতর দাদা আদিত্য দাস এদিন বলেন , তাঁর ভাই সুশিল কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়ে ।ওর জ্বর , কাশি উপশম দেখা দেয়। এলাকার ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাওয়ানো হয় । কিন্তু রোগ যন্ত্রণা না কমায় সুশীলকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । সেখানে ডাক্তারা তাকে দেখার পর করোনা পরীক্ষা করানোর কথা বলেন ।
গত ১৪ জুলাই সুশিলের লালা রসের নমুনা সংগ্রহ করে স্বাস্থ দপ্তরের লোকজন পরীক্ষার জন্য পাঠান । আদিত্য বাবু বলেন ,বাড়িতে থাকা কালে এদিন সকালে সুশীল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে তারা খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়েযান ।সুশীল কে হাসপাতালের ভিতরে নিয়ে যেতে দেওয়া হয়না। হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক বাইরে বেরিয়ে সুশীল কে দেখে মৃত ঘোষনা করেন । মৃতদেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ।আদিত্য বাবু জানান ,এদিনই বিকালে রিপোর্ট অসলে জানা যায় সুশীল করোনা আক্রান্ত হয়েছিল ।
পূর্ব বর্ধমান জেলায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয় চলতি মাসের প্রথম সপ্তাহে ।সত্তরোর্ধ্ব ওই মৃত ব্যক্তির বাড়ি মেমারি থানার বাগিলা এলাকায় । জ্বর , সর্দি ও হাপানি উপসর্গ নিয়ে তিনি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন । বৃদ্ধ হাসপাতালে ভর্তি হবার পর তার লালা রসের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয় । ৭ জুলাই সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা বৃদ্ধর মৃত্যু হয় । ওই দিন রাতে রিপোর্ট আসলে জানাযায় মেমারির বাগিলার বাসিন্দা বৃদ্ধ করোনা আক্রান্ত হয়েছিলেন ।
জেলা শাসক বিজয় ভারতি এদিন বলেন ,। “দুঃখ জনক ঘটনা । জেলায় এদিন দ্বিতীয় করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত হল ।
কোভিড ১৯ ডেথ প্রটোকল মেনে এদিন আক্রান্তের দেহ সতকারের ব্যবস্থা করা হচ্ছে ।” স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন পর্যন্ত জেলার ২৮৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে । তার মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের । চিকিৎসায় সুস্থ হয়ে ২০৮ জন ছাড়া পেয়ে গিয়েছেন । ৭৮ জন করোনা আক্রান্ত এখনও চিকিসাধীন রয়েছেন ।
See also  স্বামী পরকীয়ায় মত্ত!ব্যস্ত মোবাইলে!স্ত্রীকে মারধর করে ঘরছাড়া করলেন স্বামী ও শ্বাশুড়ী, শ্বশুরবাড়িতে ধর্নায় দুই সন্তানের মা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি