বাঁকুড়া :- হাইকোর্টের নির্দেশে পুলিশের সহায়তায় এবার নিজের বাড়িতে ফিরলেন বাড়ি ছাড়া রাসমণি নাগ নামে এক বৃদ্ধা ও তার বড় ছেলে এবং বড় বৌমা। বাঁকুড়ার বিষ্ণুপুর পৌর এলাকার প্রগতি পল্লীর ঘটনা। রবিবার তাকে বাড়িতে পৌঁছে দেয় বিষ্ণুপুর পুলিশ।
৭০ বছরের বৃদ্ধা মায়ের উপর নানাভাবে নির্যাতন চালাতো মেজ ও ছোট ছেলে ও বৌমারা। কিন্তু নির্যাতনেই গল্প শেষ নয়, এক সময় বাড়ি থেকেই বের করে দেওয়া হয় তাঁকে। পুলিশে জানিয়েও কোন কাজ না হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের প্রগতী পল্লীর রাসমনি নাগ। কলকাতা হাইকোর্ট তাদের রায়ে রাসমনি নাগের মেজো-ছোটো ছেলে ও দুই বৌমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয়। পুলিশ এদিন আদালতের নির্দেশেই সেই কাজ করে।
এদিন পুলিশের সহায়তায় নিজের বাড়িতে ঢুকে বৃদ্ধা রাসমনি নাগ বলেন, মেজো ছেলে বৌমা মারধোর করতো, খেতে দিতনা। লঙ্কার ধুঁয়ো দিত। এমনকি কোল্ড ড্রিঙ্কস্ এর বোতল ছুঁড়ে মারা হতো বলে তিনি অভিযোগ করেন। বাড়ি ফিরেও মেজো ছেলে বৌমা ও ছোটো ছেলেকে তিনি বিশ্বাস করতে পারছেননা বলে জানান।
মেজ বৌমা নিবেদিতা নাগ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, উনিই আমাকে মানসিক অত্যাচার করতেন। তাই বাধ্য হয়ে তিনি ঐ বাড়ি ছেড়ে বর্তমানে ভাড়া বাড়িতে থাকছেন বলে জানান।