আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মানবিকতার নজির: মোদীর সভায় যাওয়ার পথে নিহত বিজেপি সমর্থকদের পরিবারের পাশে অভিষেক, কৃতজ্ঞতা প্রকাশ জেলা পরিষদ অধ্যক্ষের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত চার বিজেপি সমর্থকের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিভেদকে দূরে সরিয়ে রেখে মানবিকতার বার্তা দিতেই তিনি তৃণমূল নেতাদের পাঠিয়ে শোকাহত পরিবারগুলির খোঁজ নেন।

দলীয় সূত্রে জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সংশ্লিষ্ট এলাকায় গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন, তাঁদের সমবেদনা জানান এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়ানোর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষও।

এই প্রসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মোহাম্মদ অপার্থিব ইসলাম বলেন, “রাজনীতির ঊর্ধ্বে উঠে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা লোকপ্রিয় সাংসদ তিনি যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন দুঃসময়ে শোকাহত পরিবারগুলির পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়। আমরা তাঁর এই সহানুভূতিশীল উদ্যোগের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ”।
এই ঘটনায় রাজ্য রাজনীতিতে মানবিক সহমর্মিতার এক ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

See also  মালদহে বিপুল অঙ্কের জালনোট উদ্ধার, এসটিএফ-এর জালে দুই পাচারকারী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি