আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সুন্দরবনে মৃত্যু ঘটলো একটি পূর্ণ বয়স্ক বাঘের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন :
সুন্দরবনে মৃত্যু ঘটলো এক পূর্ণ বয়স্ক বাঘের। সুন্দরবনের বনি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে ওই দেহটি উদ্ধার করা হয়েছে।আর বিষয়টি প্রশাসনের নজরে চলে আসতেই উত্তেজনা ছড়ায় বন কর্মীদের মধ্যে। ওই বাঘের মৃত্যু কীভাবে হয়েছে তা নিয়ে প্রথম দিকে রহস্য তৈরি হলেও পরে অবশ্য জানা যায় বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে বাঘটির।

প্রথমে সন্দেহ হয় সুন্দরবনের জঙ্গলে চোরাশিকারীরা আবার হয়ত সক্রিয় হয়েছে। তাদের হাতেই মৃত্যু হয়েছে ওই পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গলের।পরে অবশ্য জানা যায় বয়স জনিত কারণে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে ওই বাঘটির।বন দপ্তর সূত্রে জানা যায়,বাঘটির আনুমানিক বয়স হয়েছিল প্রায় ১৪ বছর।জেলা বন দপ্তর সূত্রে জানা যায়,শুক্রবার দক্ষিণ ২৪ পরগণা জেলার বন বিভাগের অন্তর্গত রায়দীঘি রেঞ্জের বনি ক্যাম্প সংলগ্ন জঙ্গল থেকে বাঘটির দেহ উদ্ধার করেন বনকর্মীরা।

পরে ওই ক্যাম্পেই সংশ্লিষ্ট আধিকারিকদের উপস্থিতিতে বাঘটির দেহের ময়নাতদন্ত করা হয়।আর সেই রিপোর্টেই জানা যায়, বার্ধক্য জনিত কারণেই মৃত্যু হয়েছে ওই পূর্ণবয়স্ক বাঘটির।এ ব্যাপারে দক্ষিণ ২৪ পরগনার বনবিভাগের আধিকারিক (ডি এফ ও) নিশা গোস্বামী বলেন, বাঘটির একটি দাঁত ভাঙা ছিল, যেটি বয়সজনিত কারণেই হয়েছে।

আর দাঁতভাঙা থাকার কারণেই শিকার ধরতে অক্ষম হয়ে পড়ায় খাবারের অভাবে বাঘ আরও দুর্বল হয়ে পড়ে এবং অবশেষে তার মৃত্যু হয়।এটা স্বাভাবিক মৃত্যু।
­

See also  মৎস্যজীবীর জালে রহস্যময় ব্যাগ, ব্যাগ ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি