আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নেট দুনিয়ায় ভাইরাল হলো অলোক কুমার মাঝি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( কৃষকসেতু বাংলা ) :- পূর্ব বর্ধমান গলসি বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি। তিনি আদতে খেতমজুর পরিবারের সন্তান। এবার তার নিজস্ব কৃষিক্ষেত্রে কর্মরত অবস্থায় বেশ কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হলো। তার গ্রামের বাড়ি খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় অঞ্চলের শংকরপুর গ্রামে। খেতমজুর পরিবারের সন্তান হওয়ায় তার বেশ কিছু জমি জায়গা রয়েছে।

নিজস্ব জমি জায়গা নিজের হাতেই চাষ করতে অভ্যস্ত অলোকবাবু। আজ তিনি নিজের জমিতে কীটনাশক ছড়াচ্ছিলেন।সেই ছবিই এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কৃষি ক্ষেত্রে নিজের কর্মকান্ডের ছবি নিজেই পোস্ট করেন তিনি। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়। তবে এই প্রথমবার নয়। ইতিপূর্বে তাঁকে নিজের জমিতে ধান গাছে বপন থেকে শুরু করে গাছের পরিচর্যা করতে দেখা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার এই ছবি নিয়ে নেটিজেন দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কৃষি জমির সাথে এবং কৃষকের সাথে আত্মিক সম্পর্ক গড়ে তোলার জন্য অনেকেই বিধায়ক অলক কুমার মাঝি কে ধন্যবাদ জানিয়েছেন। কেউ কেউ আবার বিষয়টিকে শুধুমাত্র লোক দেখানো বলেও দাবি করেছেন।

 

 

See also  ট্র্যাক্টরের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু - গ্রেফতার ট্র্যাক্টর চালক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি