আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দেশজুড়ে করোনার দাপটে বাতিল মহরমের সমস্ত অনুষ্ঠান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
ইমতিয়াজ আলি :- মগ্র দেশ জুড়ে অতিমারীর তীব্র দাপট অব্যাহত।মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি।বন্ধ সমস্ত সামাজিক ধর্মীয় অনুষ্ঠান।এরই মাঝে বাতিল হল মহরমের শোভাযাত্রা সহ একাধিক কার্যকলাপ।পূর্ব বর্ধমানের রায়না, খণ্ডঘোষ ভাতার আউসগ্রাম সহ সমস্ত ব্লকের মহরমের জমায়েতধর্মী অনুষ্ঠান বাতিল হয়েছে।
আজকের দিনে মূলত তাজিয়া ,ঢাল সহযোগে মুসলিমধর্মী মানুষ শোকজ্ঞাপনে রাস্তায় নামেন তবে এবছর সেই ছবি আর দেখা যায়নি।খণ্ডঘোষ এর কুলচৌরা ,ছাতিমপুর সহ সমস্ত গ্রামের মহরমের অনুষ্ঠান বন্ধ রয়েছে।রায়নার মাছখান্ডা ,অনুষ্ঠানও বাতিল রয়েছে।বর্ধমান শহরে বি সি রোডের কেন্দ্রীয় কমিটির মহরম বাতিল হয়েছে।
রায়নার বহরমপুর গ্রামে দুপুরে মাতম এ কয়েক হাজার লোকের সমাগম হয়।কোরোনার সংক্রমণ ঠেকাতে তাও বাতিল করেছে কমিটি।সুপ্রিম কোর্টের আদেশ মেনে পূর্ব বর্ধমানের মুসলিম সমাজ অতিমারি মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।তবে ত্যাগ দান খয়রাত সহ সমস্ত প্রকার কাজে বাড়িতে থেকেই করতে দেখা গেছে অনেক জায়গায়।
See also  55 জন কোভিড হিরো কে সম্মানিত করলো চ্যানেল এই বাংলায় ও বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি