আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুদিনের প্রবল বর্ষণে জমির রোয়া ধান জলের তলায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দুদিনের প্রবল বর্ষণে জমির রোয়া ধান জলের তলায়।চরম ক্ষতির শঙ্কায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের চাষীরা।বুধবার খণ্ডঘোষ ব্লকের বড়গোপীনাথপুর এলাকার কৃষকরা বর্ধমান বৈঁয়াইচণ্ডী রাস্তা অবরোধ করে।স্থানীয় বাসিন্দারা জানান এলাকার বিঘের পর বিঘে খরিফের জমি জলের তলায়।সব জমিতেই ধান রোয়া হয়ে গেছে।

এখন জল জমে থাকায় সব ধান গাছ পচে যাবে।প্রশাসনের কাছে জলনিকাশী নালা সংস্কারের জন্য দরবার করেও কোন কাজ হয় নি।ফি বছর জল জমে এলাকার ধানের ক্ষতি হয়। বর্ধমান আরামবাগ রোডের কালভার্টগুলি দীর্ঘদিন সংস্কার না হওয়ার জন্যই জল জমে যাচ্ছে। ফসলের ক্ষতি হচ্ছে। ঘটনাস্থলে যায় খণ্ডঘোষ থানার পুলিশ ব্লক আধিকারিকেরা। সমস্যা সমাধানের আশ্বাস দিলে স্থানীয় বাসিন্দারা অবরোধ তুলে নেয়।

See also  রাজনগর ও খয়রাশোল ব্লক এলাকায় কয়েকশ দরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ: পরিচালনায় টেগোর সোসাইটি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি