উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: বাঘের পর এবার সুন্দরবনের লোকালয়ে হানা দিলো ‘দানব’ কুমির।আর জোড়া আতঙ্কে তাই সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবনের পাথরপ্রতিমার কে-প্লটের হাজার বিঘের মানুষজন। বাঘের পর এবার কুমির আতঙ্ক।নদীর চড়ে কুমির দর্শন সুন্দরবনের পর্যটকদের জন্য মনোরম দৃশ্য হলেও গ্রামবাসীদের জন্য তা বেজায় আতঙ্কের। পাথরপ্রতিমার কে-প্লটের হাজার বিঘেতে বাঘের পর এবার কুমির আতঙ্ক।যার ফলে সতর্ক গ্রামবাসীরা। এর আগে বাঘ আসায় তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
নতুন করে কুমির আসায় আরও সাবধান হলেন গ্রামবাসীরা।শীতকালে কুমির এমনিতেই বাইরে বেরিয়ে আসে। রোদ পোহাতে তারা বাইরে বের হয়।কিন্তু এবার এই এলাকায় কিছুদিন আগেই হাজার বিঘেতে বাঘ এসেছিল। ফলে নতুন করে কুমির আসায় কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছে সকলেই।বৃহস্পতিবার সকালে কুমির দেখতে পাওয়ার পর স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন সকলেই। অনেকেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। সকলের মতো কুমির দেখে সঞ্জীব দলপতি, মৃন্ময় সামন্ত নামের স্থানীয় বাসিন্দা রাও ক্যামেরাবন্দি করেছেন।
আর বিষয়টি নিয়ে চিন্তিত গ্রামের মানুষ। যদিও সুন্দরবনে আগত পর্যটকদের জন্য এই খবরটি খুশির খবর হতে পারে। কারণ কুমির যদি এভাবে লোকালয় সংলগ্ন এলাকায় আসতে থাকে। তাহলে বোট থেকেও এই দৃশ্য দেখা যাবে।যদি ও গ্রামবাসীদের মন থেকে বাঘের আতঙ্ক এখনও যায়নি। তারা নতুন করে কুমির দেখায় সিঁদুরে মেঘ দেখছেন।বন দপ্তর সহ প্রশাসনিক বিভিন্ন জায়গায় বিষয়টি জানানো হয়েছে বলে দাবি তাদের।তবে এ ব্যাপারে বন দফতর থেকে কোনো উওর পাওয়া যায় নি।








