আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ডিভোর্সের তিক্ততা কাটিয়ে প্রাক্তন স্বামী জীতুকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নবনীতা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

২০২৩ সালেই আলাদা পথে হাঁটা শুরু করেছিলেন জীতু কামাল এবং নবনীতা দাস। তবে আইনত বিচ্ছেদ হলেও ব্যক্তিগত মান-অভিমান যেন বেশিদিন টেকেনি। কিছুদিন আগে জীতু-দিতিপ্রিয়া বিতর্কে প্রাক্তন স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন নবনীতা। আর এবার অভিনেতার জন্মদিনে অতীতের একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা পাঠালেন তিনি।

২০১৯ সালে টেলিপাড়ার এই জনপ্রিয় জুটি সাতপাকে বাঁধা পড়েছিলেন। কিন্তু পরে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। জীতু বিদেশে আউটডোর শুটে ব্যস্ত থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের খবর জানান নবনীতা। এখন অবশ্য তাঁকে দেখে বোঝাই যায়, নিজের জীবন নতুনভাবে সাজিয়ে নিয়েছেন তিনি। শুটিংয়ের ফাঁকে বন্ধুদের সঙ্গে ভ্রমণে বেরিয়ে পড়েন নিয়মিত। জীবনের নতুন অধ্যায় বেশ উপভোগ করছেন অভিনেত্রী। অন্যদিকে জীতুও একের পর এক বড় পর্দার গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন। তাঁর সাম্প্রতিক সিনেমা ‘গৃহপ্রবেশ’-এ অভিনয় বিশেষ প্রশংসা কুড়িয়েছে। তবে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে, অতীত ভুলে নবনীতা এবার বন্ধুত্বের সেতুবন্ধন গড়তে চাইছেন।

জন্মদিনে স্মৃতির সরণি ধরে প্রাক্তন স্বামীর একটি পুরনো ছবি শেয়ার করেন নবনীতা। আর সেই ছবির সঙ্গে জন্মদিনের বার্তা পাঠাতেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে— আজও কি তিনি জীতুর সব ছবি নিজের ফোনে জমিয়ে রেখেছেন?

সম্প্রতি অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ফেসবুকে পোস্ট দিয়ে সহ-অভিনেতা জীতুর বিরুদ্ধে ‘কুরুচিকর মেসেজ পাঠানোর’ অভিযোগ এনেছিলেন। সে সময় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রাক্তন স্ত্রী নবনীতা বলেছিলেন, "ওকে নিপাট ভালো মানুষ বলেই চিনি। আমাদের সম্পর্ক থাকাকালীনও এরকম কিছু করেনি জীতু যার জন্যে ওঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায়। এরকম অভিযোগ শুনে অবাকই হচ্ছি! আসলে জীতু সেটে বরাবরই কম কথা বলে। নিজের মতো থাকে অধিকাংশ সময়। ওর ব্যক্তিত্ব সেরকম নয়। তবে জীতুর রসবোধ সূক্ষ্ম। বেশি কথা বলে বোঝাবার প্রয়োজন হয় না।"

অভিযোগের দিন কয়েকের মধ্যেই আবার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিলেন নবনীতা দাস।

See also  জাতীয় পুরস্কারের জন্য কী করতে হয়েছিল গায়িকা ইমন চক্রবর্তী কে ??

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি