মালদা:- মুকুল রায়ের দলত্যাগের পর এবার ভাঙন ধরল মালদহের হরিশ্চন্দ্রপুর বিজেপিতে।রবিবার হরিশ্চন্দ্রপুর বিধান সভার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য অমল চন্দ্র সাহা যোগদান করলেন তৃণমূলে।কংগ্রেস পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত দখলের দাবি তৃণমূলের।
এদিকে তৃণমূলের এই দাবিকে উড়িয়ে দিয়েছেন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের প্রধান বিমানবিহারী বসাক।ভিঙ্গল গ্রাম-পঞ্চায়েতে মোট ১৩ জন সদস্য রয়েছে। তার মধ্যে ৯জন সদস্য কংগ্রেসের, ৩ জন সদস্য তৃণমূলের, একজন বিজেপির। বিজেপির একমাত্র সদস্য তৃণমূলে যোগ দেওয়াতে তৃণমূলের সদস্য সংখ্যা হল ৪।তবে এই সুযোগে পঞ্চায়েত দখলের দাবি করছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।