সৌগত মন্ডল ( রামপুরহাট ) :-
রামপুরহাট বাসির দীর্ঘদিনের চাহিদা ছিল রামপুরহাটে একটি সরকারি বাস ডিপো করার জন্য। সেই স্বপ্ন এতদিনে পূর্ণ হয়েছে। চলতি মাসের 13 তারিখ মৌখিকভাবে জানায় 15 জুন ভোর থেকেই বাস চলাচল শুরু হবে ,রামপুরহাট হইতে সিউড়ি পানাগর ভাইয়া হয়ে কলকাতা যাবে ,এছাড়া রামপুরা থেকে ফারাক্কা ,রামপুরহাট- বর্ধমান ,রামপুরহাট -বহরমপুর বাস চলবে। রামপুরহাট সাউথ বেঙ্গল বাস ডিপো ইনচার্জ আনারুল বাসার জানান ,”আজ থেকে রামপুরহাট থেকে কলকাতা যাবার বাস চলা শুরু হয়েছে, ভোর ৫টায় প্রথম বাস ছেড়ে গেছে এখন আপাতত মোট তিনটি বাস কলকাতা যাচ্ছে।
আমরা যাত্রীদেরকে বাসে ওঠার আগে ,সরকারি বিধি নিষেধ মেনে যেমন, মুখে মাক্স, শারীরিক তাপমাত্রা পরীক্ষা করা , হ্যান্ড স্যানিটইজার স্প্রে করা, এসকল সবকিছুই করে আমরা যাত্রীদেরকে বাসে চাপাচ্ছি । রামপুরহাট থেকে কলকাতা যেতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় লাগবে বলেই জানাই ।