বাঁকুড়ার জেলার কোতুলপুর থানা অন্তর্গত সাইতারা গ্রামে পরপর আটটি বাড়িতে চুরি।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।স্থানীয় সূত্রে জানা যায় এই চুরির 1 থেকে দুটোর মধ্যে হয়েছে অনুমান,রাত্রি নাগাদ ঘটে। স্থানীয় গ্রামবাসীরা জানান এলাকায় সিভিক ভলেন্টিয়ার দের কোন রকম ডিউটি করে না রাত্রিতে, এই দুর্ঘটনার জন্য তারাও কিছুটা দায়ী। এর জন্য প্রশাসনকে দায়ী করছে গ্রামবাসীরা, চুরি হয়েছে বেস কিছু গয়নাও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। পুলিশ পাহারা ঠিকঠাক না থাকার কারণে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করছে স্থানীয় গ্রামবাসীরা তারা বারবার পুলিশের উপর দায় চাপাচ্ছেন এই ঘটনার জন্য।স্থানীয় এক বাসিন্দা জানান চুরি যাওয়া গয়না যাতে ফেরত পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি