আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মৌশুনি আইল্যান্ডের নুতুন প্রজেক্ট নিয়ে অভিনেত্রী এবং রাজনীতিবিদ পায়েল সরকার

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মৌশুনি আইল্যান্ড – আমাদের রাজ্যের মধ্যে খুব ছোট একটি আইল্যান্ড , নিজেদের ব্যাস্ত সময় থেকে বেরিয়ে হালকা ভাবে নিজেদেরকে চেনার জন্য। কিন্তু আম্ফান হোক কিংবা ইয়াস – ঝড়ের গতিবেগ কিছুভাবেই যেনো মৌশুনি আইল্যান্ড কে বাঁচাতে পারে নি। অসংখ্য মানুষের বাড়ি ঘর, নিজেদের পড়বার মত সামান্য টুকু জামাকাপড় অবধি ছিলো না। অনেকবার তারা পঞ্চায়েতের কাছে আবেদন জানিয়েছেন যে ওখানকার জায়গা তে একটা বাঁধ নির্মাণ করে দেবার জন্য কিন্তু কোনোভাবেই যেনো সেটা হয়ে ওঠে নি।

খুব কষ্টে দিন কাটাচ্ছে সেখানকার মানুষরা। কিছুদিন আগে পায়েল সরকার যখন ছুটি কাটাতে যান এবং শুটিং র জন্য যান তখন ওখানকার মানুষদের কে নিয়ে উনি একটা সার্ভে করেন এবং সেই সার্ভের মাধ্যমে ওখানকার মানুষরা পায়েল সরকার কে আকড়ে ধরে এবং বলে দিদি আমরা বাঁচতে চাই। আমরা অর্থ চাই না, চাই একটা বাঁধ। পায়েল সরকার পুরো মিডিয়ার মাধ্যমে জানায় এই প্রকল্প টি ওনার নবজীবন প্রকল্প র একটি অংশ। খুব শীগ্রই পায়েল সরকার এই মৌশুনি আইল্যান্ড প্রকল্প নিয়ে বিধায়কের সাথে বসছেন।

See also  না ফেরার দেশে চলে গেলেন সিপিআইএম নেতা উদয় সরকার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি