রাতের কলকাতায় আবারও গতির শিকার বাইক আরোহী। গাড়ির ধাক্কায় আহত হলেন এক যুবক। পরিবারের অভিযোগ টলিউড অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ির ধাক্কায় আহত হন এই বাইক আরোহী। গতকাল রাত একটা নাগাদ বেহালা থানার অন্তর্গত মুচিপাড়া রোডে ঘটে দুর্ঘটনা।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, অফিস করে বাড়ি ফিরছিলেন ওই যুবক। তখনই বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসে গাড়িটি। কিছু বুঝে ওঠার আগেই সজোরে ধাক্কা মারে তাঁকে। গুরুতর অবস্থায় প্রথমে এম আর বাঙ্গুর হাসপাতাল এবং পরবর্তীতে এসএসকেএমএ ট্রমা কেয়ারে নিয়ে আসা হয় আহত যুবকে। বাইক আরোহীকে ধাক্কা মারার পর একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। ওই বাড়ির গেটটিও গাড়ির ধাক্কায় ভেঙে গেছে। দুর্ঘটনার পরই অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ।
জানা যাচ্ছে, আহত বাইক আরোহী সাঙ্ঘাতিক জখম হয়েছেন। তাঁর বয়স মাত্র ২৯। তিনি বেহালারই বিদ্যাসাগর কলোনীর বাসিন্দা। কাজ করেন একটি আইসক্রিম কারখানায়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ভেঙে টুকরো হয়ে গিয়েছে বাইক আরোহীর হাঁটু ও কোমর।
পরিবারের তরফে পুলিশে অভিযোগ করে বলা হয়, গাড়ি চালাচ্ছিলেন টলিউড অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় এবং তিনি সেই সময় নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন বলেও ওই যুবকের পরিবারের অভিযোগ। দুর্ঘটনা ঘটার পরেই এলাকায় ছড়ায় উত্তেজনা ইতিমধ্যে অভিনেতার বিরুদ্ধে বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ তাকে তলা হবে কোর্টে।