পৌষসংক্রান্তির আবহে পূর্ব বর্ধমানের, বাদুলিয়ায় আয়োজিত ‘মনের মেলা ২০২৫’-এ বিশেষ আকর্ষণ হয়ে উঠলেন জনপ্রিয় টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। শুক্রবার তাঁর উপস্থিতিতেই যেন কয়েক গুণ বেড়ে গেল মেলার উন্মাদনা। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই দর্শকদের করতালি, উচ্ছ্বাস আর স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ।
স্থানীয় লোকসংস্কৃতি, গ্রামবাংলার ঐতিহ্য ও সামাজিক বার্তার মেলবন্ধনে গড়ে ওঠা এই মেলায় অঙ্কুশের উপস্থিতি দর্শকদের কাছে ছিল একেবারেই বাড়তি পাওনা। তিনি মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের সঙ্গে আন্তরিক কথোপকথনে মেতে ওঠেন, ভাগ করে নেন নিজের অভিজ্ঞতা ও অনুভূতি। তাঁর সহজ-সরল আচরণ ও প্রাণবন্ত উপস্থিতি মুহূর্তেই মন জয় করে নেয় উপস্থিত সকলের।
মেলা কমিটির পক্ষ থেকে বিশ্বনাথ রায় জানান, ‘মনের মেলা’ কেবল বিনোদনের জায়গা নয়, গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক চেতনাকে সামনে আনার এক গুরুত্বপূর্ণ মঞ্চ। সেখানে অঙ্কুশের মতো জনপ্রিয় অভিনেতার উপস্থিতি মেলার আকর্ষণ ও গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে।
শুক্রবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও নাচের তালে তালে উৎসবের আমেজে ভেসে যায় বাদুলিয়া। অঙ্কুশের উপস্থিতিতে ‘মনের মেলা ২০২৫’ এবছর দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নিল বলাই বাহুল্য।







