আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রথা মেনে 9 ই কার্তিক পুজো হয়ে আসছে মা রক্ষা কালীর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রথা মেনে 9ই কার্তিক পুজো হয়ে আসছে মা রক্ষা কালীর। প্রতি বছরের ন্যায় এ বছরও রক্ষা কালী মায়ের পূজার আয়োজন করেছে গ্রামবাসী রা। রায়নার মিরেপোতা বাজার সংলগ্ন জহুরী পুকুর এলাকায় হয়ে আসছে এই পুজো। মাত্র এক রাতের পুজো এটি। সারা রাত্রি ধরে মা রক্ষা কালী দেবীর আরাধনা চলতে থাকে। পুজোর পর ভোরের বেলা সূর্য উদয়ের আগে প্রতিমা নিরঞ্জন হয়ে যায়।

জহুরী পুকুরের এই কালী পূজাকে ঘিরে নানান অনুষ্ঠানের পাশাপাশি অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। পূজার পরের দিন খিচুড়ি ভোগ বিতরন করা হয় জনসাধারণের মধ্যে। আগে রক্ষা কালী মায়ের পুজোর দায়িত্বে ছিল ঐ এলাকার একটি চালকলের। যেহেতু বর্তমানে তারা আর দায়িত্ব নিচ্ছে না তাই গ্রামবাসীদের মিলিত উদ্যোগে মা রক্ষা কালী পূজার আয়োজন করা হয় বলে জানালেন জনৈক গ্রামবাসী সঞ্জয় দাস ।

See also  বিদ্যুৎ দপ্তরে ভূমিপূত্রদের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ করার অভিযোগ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি