কৃষ্ণ সাহা (আরামবাগ): – মোবাইল ফোনের সূত্র ধরে হারিয়ে যাওয়ার নগদ টাকা সহ আরো অন্যান্য জিনিসপত্র উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে যে খানাকুল থানা এলাকার বাসিন্দা মধুমিতা জানা, স্কুটি করে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই খেয়াল করেন তার ভেনিটি ব্যক্তি হারিয়ে গিয়েছে। ওই ব্যাগের মধ্যে নগদ টাকা সহ আরো প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।।
তাই দেরি না করে খানাকুল থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। খানাকুল থানার পুলিশ বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে সেখানকার ভাতা তো আধিকারিক রাসেল পারভেজ খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর বিধান মণ্ডল খোয়া যাওয়া ব্যাগ উদ্ধার করতে সচেষ্ট হন।
হারিয়ে ব্যাগের মধ্যে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে মাত্র ঘন্টা খানেকের প্রচেষ্টায় ব্যাগটি উদ্ধার করেন তাঁরা। ব্যাগের মধ্যে ছিল নগদ টাকা, সোনার আঙটি, মোবাইল ফোন, ভোটার কার্ড, আঁধার কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড সহ বিভিন্ন জিনিস। ব্যাগটি উদ্ধার করে এডিন পুলিশ আধিকারিকরা মধুমিতা দেবীর হাতে তুলে দিয়েছেন. হুগলি গ্রামীণ পুলিশ সর্বদা মানুষের সেবায় মানুষের পাশে আছে সেটা আরোও একবার প্রমাণ হলো।