আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

১৯৯৩ মুম্বই বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত আবু বকর পুলিশের জালে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :- আরব আমিরশাহিতে মুম্বই সিরিয়াল বোমা বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত ধরা পড়ল ! ১৯৯৩ সালের সেই অভিশপ্ত দিন, শিল্প নগরী জুড়ে ১২টি বোমা বিস্ফোরণ হয়েছিল এবং মৃত্যু হয়েছিল ২৫৭ জনের, আহত হন ৭১৫ জন ! ধৃত জঙ্গি আবু বকর দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ !

 

অভিযুক্ত ছিল পাক অধিকৃত কাশ্মীরে আগ্নেয়াস্ত্র এবং বোমা বিস্ফোরণের অনুশীলন, আরডিএক্স জোগাড় এবং দাউদের বাড়ি বসে নাশকতার ছক কষা সহ একাধিক অপরাধে ! ভারতীয় গোয়েন্দাদের দাবি মুম্বই বিস্ফোরণ কাণ্ডে মূল চক্রীদের অন্যতম ছিল এই আবু বকর ! পাকিস্তান , আমিরশাহিতে সে থাকত, তাকে পাকড়াও করা হয় ভারতীয় গোয়েন্দা সংস্থার তথ্য পেয়ে !

 

 

 

আগেও আমিরশাহিতেই আবু বকরকে ধরা হয়েছিল, কিন্তু নথি সংক্রান্ত সমস্যায় ছেড়ে দিতে হয় ! গোয়েন্দা সংস্থার শীর্ষ দফতরের সূত্রে জানা গিয়েছে, বকরকে ভারতে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করেছে গোয়েন্দা সংস্থা ! ২৯ বছর ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল এই জঙ্গি, তাকে নাগাল পাওয়া যাচ্ছিল না ! আবু বকরের পুরো নাম আবু বকর আবদুল গফুর শেখ !

 

দাউদের কাছের লোক মহম্মদ এবং মুস্তাফা দোসসার সঙ্গে স্মাগলিং দিয়ে শুরু, তারপর আরব দেশ থেকে সোনা, জামাকাপড়, ইলেট্রনিক্স প্রোডাক্ট স্মাগলিং থেকে জঙ্গি কার্যকলাপে ঢুকে পড়া ! ১৯৯৭ সালে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয় ! আবু বকরের দুবাইতে বেশ কিছু ব্যবসায়িক আগ্রহ রয়েছে এবং সে এক ইরানী নাগরিককে বিয়ে করেছে !

 

মুম্বইতে সে দিন ২ ঘণ্টা ১০ মিনিট ধরে মৃত্যুর উল্লাস চলেছিল, ১৩টি জায়গায় বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা ! মুম্বই স্টক এক্সচেঞ্জের বেসমেন্টে প্রথম গাড়িবোমাটিতে বিস্ফোরণ ঘটে, ২৮তলা বাড়িটিতে এবং তার আশপাশে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয় ! দুপুর ২টোয় ফের গাড়িবোমা বিস্ফোরণ ! এ বার দক্ষিণ মুম্বইয়ের মাণ্ডবীতে কর্পোরেশন ব্যাঙ্কের শাখায় পরবর্তী ১ ঘণ্টা ৪০ মিনিটে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ফিশারম্যানস কলোনি, মাহিম কজওয়ে, জাভেরি বাজার, প্লাজা সিনেমা, সেঞ্চুরি বাজার, কাঠা বাজার, হোটেল সি রক, এয়ার ইন্ডিয়া বিল্ডিং, হোটেল জুহু সেন্টুর, ওয়র্লি, পাসপোর্ট অফিস !

See also  ইউটিউব এর ইতিহাসে Sadak 2 ছবির ট্রেলারে ১২ মিলিয়ন ডিজলাইক এর কারণ জেনে নিন।

 

অধিকাংশ এলাকাতেই বিস্ফোরণ হয় গাড়িবোমায় ! কয়েকটি জায়গায় স্কুটার বোমা ব্যবহার হয়, হোটেলগুলিতে স্যুটকেস বোমা রেখে এসেছিল অতিথির ছদ্মবেশে ঘর ভাড়া নেওয়া জঙ্গিরা ! হামলা হল এয়ারপোর্টের টার্মিনালেও, সেখানে গ্রেনেড হামলা চালাল সন্ত্রাসবাদীরা এবং দুপুর ৩টে ৪০ নাগাদ শেষ বিস্ফোরণটি ঘটেছিল !!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি