জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান।
এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবকের গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত সুরাজ দাস মন্তেশ্বর ব্লকের পিপলন পঞ্চায়েতের করন্দা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, বর্ধমানের শক্তিগড় এলাকার এক মহিলা সঙ্গে এক বছর আগে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়ে পরিচয় হয়ে প্রেম ভালোবাসার মাধ্যমে মেলামেশা করতে থাকে। হঠাৎ কিছুদিন আগে ওই যুবকের বিবাহ হয় অন্য জায়গায়। ধৃত যুবক গত দুইদিন আগে বিবাহের ভোজ খাওয়ানোর উদ্দেশ্যে ধৃত যুবকের নিজের বাড়ি করন্দাগ্রামে আসার মহিলাকে আমন্ত্রণ করে।

ওই মহিলা শক্তিগড় এলাকা থেকে ওই যুবকের বাড়ি করন্দাগ্রামে আসে গত ৯ইজুলাই,। ওই সময় যুবকের বাড়িতে কেউ ছিল না। ওই সময় ধৃত যুবক ওই মহিলাকে জোরজবস্তি অবস্থায় সহবাস করে এবং মহিলার সাথে অশালীন আচরণ করে, সেই সময় ওই মহিলা চিৎকার চেঁচামেচি করতে থাকলে পাশের বাড়ি থেকে ধৃত যুবকের কাকা ছুটে এসে ধৃত যুবক ও যুবকের কাকা মিলে ওই মহিলাকে মারধর করে এবং হুমকি দিয়ে বলে।
কাউকে জানালে মেরে ফেলবো বলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ধৃত যুবকের বিরুদ্ধে। গতকাল ওই মহিলা ধৃত যুবকের বিরুদ্ধে ঘটনায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান ওই মহিলা। পুলিশ জানাই অভিযোগের ভিত্তিতে ওই যুবকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতকে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত যুবকের এক আত্মীয় আমাদের জানালেন ।